April 30, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular ব্যবসা ও প্রযুক্তি

প্রশ্নের মুখে ফেসবুকের নিরাপত্তা, হ্যাক হয়ে গেলো ৫ কোটি অ্যাকাউন্ট !

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

প্রশ্নের মুখে ফেসবুকের নিরাপত্তা। ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে ৫ কোটি অ্যাকাউন্ট হ্যাকারদের কবলে চলে গেছে। সম্প্রতি একটি সমীক্ষার মাধ্যমে এই তথ্য জানতে পেরেছে ফেসবুক কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি সামনে এসেছে গত মঙ্গলবার। বিষয়টির গুরুত্ব বুঝে সঙ্গে সঙ্গে ফেসবুকের পক্ষ থেকে বিষয়টি নিয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়। দ্রুত সমস্যা সমাধানের জন্য তদন্তও শুরু করা হয়েছে। এর আগেও ফেসবুকের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল। ব্যবহারকারীদের তথ্য চুরি হয়ে যাওয়ার অভিযোগ উঠেছিল। তার পর ফের একই ঘটনা ঘটল। এবারও কীভাবে বিশাল পরিমাণ অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেল সেই প্রশ্নই উঠছে।

ফেসবুকের পক্ষ থেকে জানা গেছে, ব্যবহারকারীদের অ্যাকাউন্টের view as অপশন থেকেই হ্যাকাররা তথ্য চুরি করেছে। একই ভাবে ওই অপশন থেকে বিভিন্ন অ্যাকাউন্টের অপব্যবহারও করা হয়েছে। ফেসবুকের নিরাপত্তা বিষয়ক প্রধান গে রসন জানিয়েছেন, অ্যাকাউন্ট ব্যবহারকারীদের গোপনীয়তা ও নিরাপত্তা তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। যা হয়েছে তার জন্য তারা ক্ষমা প্রার্থী। এই পরিস্থিতিতে ব্যবহারকারীদের প্রতি ফেসবুক কর্তৃপক্ষের পরামর্শ, ফেসবুক অ্যাকাউন্টটি লগ আউট করে ফের লগ ইন করা উচিত।

যদিও এই পরিস্থিতিতে আতঙ্ক ছড়িয়েছে গোটা বিশ্বজুড়ে। অনেকেই এই নিয়ে স্টেটাস দিতে শুরু করেছে। সমস্যায় যে পড়তে হচ্ছে, এটাও অনেকে জানান। অন্যদিকে এই ঘটনার প্রভাব পড়ে ফেসবুকের ব্যবসাতেও। হু হু করে পড়তে শুরু ফেসবুকের শেয়ারের দর।

Related Posts

Leave a Reply