মজার তথ্যগুলি জানার পর প্রেম থেকে থাকবেন দূরে !
কলকাতা টাইমস :
এখন প্রেম বেশ ভঙ্গুর। একে-অপরের প্রতি দায়িত্ববভার নেওয়ার মানসিকতায় পড়েছে ভাটা। আসলে এখন প্রেম বোঝার ক্ষমতাও কম। এর নানান দিকও তাই ভেবে বা বোঝার চেষ্টা করি না। প্রেমে যে শুধু ব্যাথা নয় রয়েছে মজাও তা জানি কজন ? পপ্রেম সম্পর্কে এমনই কয়েকটি মজার তথ্য আপনাদের জানাই।
১। পরিসংখ্যানে দেখা গেছে যে , প্রত্যেক ছেলে বিয়ের আগে ৭ বার প্রেমে পড়ে।
২। “love” শব্দটি এসেছে সংস্কৃত lubhyati থেকে যার মানে ইচ্ছা এবং মিউজিক জগৎ এ সবচেয়ে বেশি ব্যবহৃত শব্দ।
৩।বিয়ের আংটি সব সময় অনামিকা আঙ্গুলে পড়ানো হয়। কারণ সেই আঙ্গুলের সাথে হার্ট এর সংযোগ আছে বলে ধরা হয়।
৪। গোলাপ ভালোবাসার প্রতীক এবং এর বিভিন্ন কালার ভালোবাসার বিভিন্ন অর্থ বহন করে। লাল গোলাপ- প্রকৃত ভালোবাসা, লাইট পিংক গোলাপ-ইচ্ছা; আকাঙ্খা, হলুদ গোলাপ-বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য।
৫। ছেলেরা সেই সব মেয়েদের প্রতি বেশি আগ্রহী যাদের কোমরের পরিধি কটিদেশের প্রায় ৭০ ভাগ।
৬। যে স্বামী তার স্ত্রীকে প্রতিদিন সকালে কিস করে সে অন্যদের চেয়ে পাচঁ বছর বেশি বাচেঁ।
৭। যারা নতুন নতুন প্রেমে পড়ে তাদের দেহে সেরেটোনিন নামক এক প্রকার হরমোন উৎপন্ন হওয়া কমে যায়। যার ফলে মন কিছুটা উদাস থাকে বা বিষণ্ণতায় ভুগে।