কলকাতা টাইমস :
চিপস খাওয়ার শখ হলো ব্রিটিশ দম্পতির। বাড়িতে ওভেন তো আছেই। কাজেই ঘরেই বানিয়ে খাওয়া যাক ঠিক করলেন। কিন্তু ওভেন খুলতেই তাদের প্রাণবায়ু বেরিয়ে যাওয়ার দশা। ওখান থেকে বেরিয়ে এলো একটা জলজ্যান্ত সাপ। এমনিতেই অনেক বয়স হয়েছে দুজনের। এই দৃশ্য দেখে আর ঠিক থাকা যায়! রয়াল সোসাইটি ফর দ্য প্রিভেনশন আব ক্রুয়েলটি টু এনিমেলস (আরএসপিসিএ) এর বিবৃতিতে এ তথ্য জানায়।
ওই মহিলার বয়স এখন ৮২। নাম প্রকাশ করতে চাননি। জানান, ওভেন খুলতেই বেরিয়ে আসতে থাকে এক সাপ। তিন ফুটের আফ্রিকান ব্রাউন সাপ ওটা। সাপটাকে দেখে আমি যতটা ভয় পেয়েছি তা জীবনে পাইনি। সম্প্রতি আমার চোখের ছানি অপারেশন হয়েছে। ভাবছিলাম, আমি ভুল দেখছি নাতো! কিন্তু আমার স্বামীও সাপটাকে দেখতে পান।
এটা থেকে বাঁচতে তারা আরএসপিসিএ-কে ফোন দেন। ঘটনাস্থলে আসেন ইন্সপেক্টর অ্যান্ডি হ্যারিস। তিনি বলেন, আমরা সবাই প্রাণীপ্রেমী। সাপটি যেন কারো ক্ষতি না করে এবং সে নিজেও নিরাপদ থাকে সে ব্যবস্থা করতে চেয়েছি। এই সাপটির নাম দেয় হয়েছে স্যামি। সম্ভবত কারো পালিত সাপ। কোনভাবে বেরিয়ে এসেছে। কিংবা তার মালিক এটাকে ছেড়ে দিয়েছে। এখন স্যামির দেখাশোনা করছে এক্সপার্টরা।