ট্রেন-সেলফি কাণ্ডে টুইস্ট, গ্রেফতার শিবা
নিউজ ডেস্কঃ
কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল একটি চলন্ত ট্রেনের সামনে সেলফি তুলছেন এক যুবক। শেষ ট্রেনের ধাক্কায় হাত থেকে পড়ে যায় ফোনটি। সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ভাইরাল হয়ে যায়।
শুধু তাই নয়, ভিডিওটি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন সংবাদ মাধ্যমে দাবানলের মত ছড়িয়ে পড়েছিল খবরটি। এরপর চারিদিকে নিন্দা সমালোচনার ঝড় ওঠে। তবে এত কিছুর পরে যে সত্যিটা সামনে এসেছে সেটা জানার পর চমকে যাবেন সবাই।
ভারতের হায়দ্রাবাদের সেই মারণ সেলফির ভিডিও নাকি পুরোটাই ভুয়া। শিবা নামের সেই যুবক তার বন্ধুদের সঙ্গে এই ভুয়া ভিডিওটি তৈরি করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছিলেন। পেশায় জিম ইন্ট্রাক্টর শিবা সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি আপলোড করার পরেই নাকি পালিয়ে গিয়েছিলেন এলাকা ছেড়ে।
এরপর দক্ষিণ ভারতের এক মহিলা সাংবাদিক নিল্লুৎলা কবিতা টুইট করে এই খবরের সত্যিটা জানান। জিম ইন্সট্রাক্টর হিসেবে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছেন শিবা এমন ছবি ভিডিও করে টুইট করেছেন তিনি। তারপরেই গ্রেফতার করা হয় শিবাকে।