ফের সমস্যায় চিনের মুসলিমরা, হালাল পণ্যের বিরুদ্ধে সরকার
কলকাতা টাইমসঃ
ফের চীনের মুসলিমদের ওপর নতুন নিষেধাজ্ঞা বসালো চীন সরকার। এবার তাদের হালাল মাংসের পনের বিরুদ্ধে ব্যবস্থা শুরু করলো। চীনের জিনজিয়ান অঞ্চলে বেশিরভাগ সংখ্যালঘু উইঘুর মুসলিমদের বসবাস। ধর্মনিরপেক্ষ জীবনে ইসলাম প্রবেশের কারণে চরমপন্থা যাতে ছড়াতে না পারে সে জন্য ওই এলাকায় হালাল পণ্যের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে।
সোমবার একটি সভায় কমিউনিস্ট পার্টির নেতারা ‘হালালীকরণের’ বিরুদ্ধে যুদ্ধের শপথ নিয়েছেন। জিনজিয়ানে প্রায় ১০ লাখ মুসলিম উইঘুরের বসবাস। তাদের বন্দীদশায় আটকে রাখার জন্য দীর্ঘ সময় ধরেই মানবাধিকার গোষ্ঠী ও বিভিন্ন দেশ চীনের সমালোচনা করে আসছে।