অলিম্পিকে রুপো জিতলেই কমবে আয়ু!
কলকাতা টাইমসঃ
অলিম্পিক গেমসের সোনা জয়ীদের থেকে রুপা জয়ীরা তুলনামূলকভাবে কমদিন বেঁচে থাকেন। আবার প্রথমে রুপা জয়ী কোন অ্যাথলিট যদি পরে সোনা জেতেন, তাহলে তার আয়ু বেড়ে যেতে পারে। এমনটাই দাবি করা হল একটি সাম্প্রতিক সমীক্ষায়।
নেদারল্যান্ডসের আটরেখট বিশ্ববিদ্যালয়ের এক গবেষকদলের দাবি অনুযায়ী, যে অ্যাথলিটরা জীবনে কখনও অলিম্পিক্সে সোনা জিততে পারেন না, কিন্তু রুপা জিতে ফেলেন, তাঁদের গ্রাস করে এক ধরণের অবসাদ। সেটাই ধীরে ধীরে তাদের আয়ু কমিয়ে দেয়।
গবেষকদলের প্রধান আদ্রিয়ান কালউইজের কথায়, ‘অলিম্পিক গেমসে সোনা জেতা যে কোন অ্যাথলিটের কাছে সারা জীবনের স্বপ্ন। আমরা প্রায় একহাজার অ্যাথলিটের ওপরে সমীক্ষা চালিয়ে এই সিদ্ধান্তে এসেছি। দেখেছি রুপা জয়ীরা গড়ে কমপক্ষে চার বছর কম বাঁচেন। সোনা না জিততে পারার অবসাদ সরাসরি তাদের শরীরে