হোটেল থেকে যা যা চুরি করেন অতিথিরা…
কলকাতা টাইমস :
বলব ইউরোপিয়ান হোটেলগুলোর কথা। হোটেলে আগন্তুক কিছু কিছু অতিথিরা চুরি করে নিয়ে যায় কম্বল, বালিশ, টেলিভিশন এমনকি তোষক পর্যন্তও! সেখানকার এক হাজার হোটেলের উপর চালিত জরিপে, ১৫ শতাংশ জানিয়েছে তাদের হোটেল থেকে কম্বল চুরি গিয়েছে, ১৩ শতাংশ জানিয়েছে বালিশ চুরির কথা।
সব হোটেলেই থাকে টেলিভিশন। কিন্তু বড় মাপের হোটেলগুলো থেকে টেলিভিশন পর্যন্তও চুরি হয়ে যায়। পাঁচ শতাংশ হোটেল অভিযোগ করেছেন যে- তাদের হোটেল থেকে টেলিভিশন চুরি যায়। অবাক করা তথ্য হচ্ছে কয়েকটি হোটেল অভিযোগ করেছে- মাঝরাতে এলিভেটর দিয়ে গ্যারেজের মধ্য দিয়ে তোশক নিয়ে যায় চোরেরা!
এখানেই শেষ নয়। ইতালির একটি হোটেল থেকে এমন একটি জিনিস চুরি হয়েছে, যেটি শুনলে আপনার চোখ ছানাবড়া হয়ে যেতে পারে। উক্ত হোটেলের লাউঞ্জে রাখা পিয়ানোটি হুট করেই একদিন চুরি হয়ে গিয়েছে। তিনজন ব্যক্তি মিলে পিয়ানোটি ধরাধরি করে বাইরে নিয়ে গিয়েছিল। তারপর তাদের আর দেখা যায়নি।
বালিশ কিংবা কম্বল চুরিতে ব্যবহৃত হয় বড়সড় আকারের সুটকেস। হোটেলে প্রবেশের সময় তাদের সুটকেস বেশ পাতলা থাকলেও বের হওয়ার সময় বেশ মোটাসোটা দেখা যায়।