আক্রমণের মুখে পড়লেই পরমাণু হামলা চালাবে রাশিয়া! -পুতিন
কলকাতা টাইমসঃ
সামরিক শক্তিতে ক্ষমতাধর দেশগুলোর মধ্যে রাশিয়া অন্যতম। তাদের কাছে আছে ভয়ঙ্কর সব ক্ষেপণাস্ত্র রয়েছে। এবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়ে দিলেন, রাশিয়ার ভূখণ্ড লক্ষ্য করে কোনরকম আক্রমণ হলে তৎক্ষণাৎ নেওয়া হবে পাল্টা হামলার ব্যবস্থা। তিনি বলেন, হামলাকারীদের নিশ্চহ্ন করে দেওয়া হবে। রাশিয়ার সোচিতে ইন্টারন্যাশনাল পলিসি ফোরামে তিনি এই কথা বলেন। পুতিনের দাবি, তার দেশ লক্ষ্য করে হামলা হলে মাত্র কয়েক সেকেন্ড লাগবে তা টের পেতে।
পারমাণবিক অস্ত্রের ব্যাপারে পুতিন বলেন, হামলার শিকার হলেই কেবল পরমাণু অস্ত্র ব্যবহার করবে তার দেশ। তিনি আরও বলেন, আমরা তখনই কেবল পাল্টা হামলা চালানোর সময় পরমাণু অস্ত্র ব্যবহার করব যখন আমাদের আগাম সতর্কবার্তা দেওয়ার ব্যবস্থা নিশ্চিত করবে যে রাশিয়ার দিকে ক্ষেপণাস্ত্র ছুটে আসছে। সুপারসনিক ক্ষেপণাস্ত্রের ক্ষেত্রে তার দেশের সাফল্যের প্রশংসা করে রুশ প্রেসিডেন্ট বলেন, অন্য দেশগুলো যেখানে আগামী দুই বছর পর সুপারসনিক অস্ত্রের পরীক্ষা চালানোর প্রস্তুতি নিচ্ছে সেখানে আমরা এরইমধ্যে তা সম্পন্ন করে ফেলেছি।