সাপের গলায় দড়ি নেই, তাই আজব জরিমানা ….
কলকাতা টাইমস :
মার্কিন মুলুকের সাউথ ডাকোটায় একটি নিয়ম রয়েছে যে- যদি কেউ কোনো প্রাণি পুষতে চায় তাহলে প্রাণিটির গলায় অবশ্যই দড়ি পরিয়ে রাখতে হবে, যাতে প্রাণিটি মুক্তভাবে ঘুরে বেড়িয়ে অন্য কারো ক্ষতি করতে না পারে। এ কারণে ঐ অঞ্চলের বাসিন্দারা- কুকুর, বেড়াল, খরগোশ, যাই-ই পুষুক না কেন, গলায় দড়ি পরিয়ে রাখেন। গলায় দড়ি পরিয়ে না রাখলে বড় অংকের জরিমানা করা হয়।
সাউথ ডাকোটায় জেরি কিম্বাল নামক একজন ব্যক্তির একটি পোষা সাপ রয়েছে। ‘বাড়িতে পোষা প্রাণি রয়েছে’- এমন তথ্য পেয়ে জেরি কিম্বালের বাড়িতে পৌঁছে যায় সিটি কর্পোরেশনের কর্মীরা। গিয়ে দেখেন- সাপের গলায় দড়ি বাধা নেই! কর্মীরা জেরি কিম্বালকে প্রশ্ন করেন- ‘গলায় দড়ি পরিয়ে বেধে রাখেননি কেন?’ বেচারা জেরি কিম্বাল হাজার চেষ্টা করেও সিটি কর্পোরেশনের লোকেদের বোঝাতে পারেননি যে- সাপের গলায় দড়ি পরানো যায় না। ফলে যা হওয়ার তাই হল, জরিমানা হিসেবে তাকে গুণতে হলো ১৯০ ডলার। জরিমানা আদায় করে তারা ফিরে যায় সিটি করপরেশন থেকে আসা কর্মীরা।