ইস্তাম্বুলের জঙ্গলে পশুর খাদ্য করা হয়েছে খাশোগির টুকরো টুকরো দেহ !
কলকাতা টাইমসঃ
সৌদি সাংবাদিক জামাল খাশোগি ইস্যুতে টানা ১৯ দিন ধরে বিশ্বজুড়ে তোলপার চলছে। তার হত্যা রহস্য একে একে খোলস ছেড়ে বেরিয়ে আসছে। সর্বশেষ তথ্যানুযায়ী, খাসোগিকে পৈশাচিকভাবে হত্যার পর কেটে টুকরো টুকরো করা হয়। তারপর সেই টুকরা ইস্তাম্বুলের জঙ্গলে ফেলে দেওয়া হয়।
নাম প্রকাশ না করা এক সৌদি কর্তাকে উদ্ধৃত করে এই খবরটি জানিয়েছে রয়টার্স। রয়টার্স জানায়, প্রথমে খাশোগিকে সৌদি আরবে নিয়ে যাওয়ার প্রস্তাব দেওয়া হয়। তিনি রাজি না হয়ে বাধা দেন। এক সময়ে ধস্তাধস্তি শুরু হয়। এতে খাশোগি নিহত হন।
গত ২ অক্টোবর খাশোগি তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেট ভবনে ব্যক্তিগত নথিপত্র আনার প্রয়োজনে প্রবেশ করেন। সেখান থেকে তাকে আর বের হতে দেখা যায়নি। খাশোগি ওয়াশিংটন পোস্টে কলাম লিখতেন। তার কলামে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিভিন্ন কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করা হতো। যুবরাজ মোহাম্মদ সালমান গত বছরের জুনে ক্ষমতা নেওয়ার পর খাশোগি গ্রেফতার হওয়ার আতঙ্কে দেশ ছেড়ে মার্কিন যুক্তরাষ্ট্রে স্বেচ্ছা নির্বাসনে যান।
খাশোগি নিখোঁজ হওয়ার ১৭ দিনের মাথায় শুক্রবার সৌদি জানায়, তুরস্কের ইস্তাম্বুল কসন্যুলেটেই সাংবাদিক জামাল খাসোগিকে হত্যা করা হয়েছে। তাদের দাবি, গোয়েন্দা কর্তাদের সঙ্গে ধস্তাধস্তির সময় খাশোগির মৃত্যু হয়। এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গোয়েন্দা সংস্থার উপ-প্রধান আহমদ আল আসিরি ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের অন্যতম দেহরক্ষি সৌদ আল কাতানিকে বরখাস্ত করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে মোট ১৮ জনকে।