প্রত্যেক ক্রিকেটারকে ৩০ লাখ পুরস্কার ঘোষণা বিসিসিআইয়ের, অভিনন্দন বার্তা সচিনের
নিজস্ব প্রতিবেদন:
অস্ট্রেলিয়াকে হারিয়ে চতুর্থবার অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হল ভারত। দুরন্ত পারফরম্যান্সের পর শুভেচ্ছার বন্যায় ভাসছেন ‘বয়েজ ইন ব্লু’। এমন সোনায় বাঁধানো পারফরম্যান্সের পর অনুর্ধ্ব ১৯ দলের জন্য পুরস্কার ঘোষণা করল বিসিসিআই। পুরস্কৃত করা হয়েছে হেড কোচকেও।
হেড কোচ রাহুল দ্রাবিড় পাচ্ছেন ৫০ লক্ষ টাকা। ৩০ লক্ষ টাকা করে পাচ্ছেন দলের ক্রিকেটাররা। সাপোর্ট স্টাফদের জন্য ২০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে বিসিসিআই।
অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ চ্যাম্পিয়নদের শুভেচ্ছা জানালেন সচিন তেন্ডুলকর। টুইটারে ভিডিওবার্তায় তরুণ ক্রিকেটারদের প্রশংসা করেন মাস্টার ব্লাস্টার। তাঁর কথায়, ”এই জয় দলগত। স্বপ্নপূরণের জয়।”
সচিন বলেন, ”বিশ্ব চ্যাম্পিয়নদের অভিনন্দন। তোমরা আমাদের গর্বিত করেছ।” তবে আলাদা করে প্রশংসা করেছেন হেড কোচ রাহুল দ্রাবিড়ের। সচিন বলেন, দারুণ কাজ করেছে রাহুল ও পরশ। তরুণ প্রতিভাদের ওরা পথ দেখিয়েছে। ওদের দুজনকেই ধন্যবাদ।”
চতুর্থবার অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারতের তরুণ দল। এই রেকর্ড আর অন্য কোনও দলের নেই। শনিবার ফাইনালে হেলায় ৮ উইকেটে অস্ট্রেলিয়াকে হারিয়েছে পৃথ্বীবাহিনী।