শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক অর্জুনা রণতুঙ্গাকে অপহরণের চেষ্টা!
কলকাতা টাইমসঃ
প্রধানমন্ত্রী পদ ঘিরে ক্ষমতা দখলের রাজনীতিতে প্রবল উত্তপ্ত শ্রীলঙ্কা৷ তার জেরে পরিস্থিতি এমন হয়ে ওঠে যে সেদেশের পেট্রোলিয়াম মন্ত্রী তথা প্রাক্তন ক্রিকেট অধিনায়ক রণতুঙ্গাকে অপহরণ করার চেষ্টা করা হলো। সেই সময় রণতুঙ্গার দেহরক্ষীরা গুলি চালালে অপহরণকারীরা পালিয়ে যায়।
জানা গেছে, রবিবার সিলোন পেট্রোলিয়াম কর্পোরেশনে গিয়েছিলেন রনতুঙ্গা৷ সেখানে তাকে একদল উত্তেজিত জনতা ঘিরে ধরে৷তখনই কয়েকজন তাকে জোর করে তুলে নিয়ে যেতে চায়। তাকে রক্ষা করার জন্য রনতুঙ্গার দেহরক্ষীরা গুলি চালায়৷ এই ঘটনায় ৩ জন আহত হয়েছে৷ গুলি চালানোর ঘটনা স্বীকার করেছে শ্রীলঙ্কা পুলিশের মুখপাত্র রুয়ান গুণশেখরা৷
প্রধানমন্ত্রী পদ ঘিরে উত্তপ্ত এই দ্বীপরাষ্ট্র৷ প্রেসিডেন্ট মৈত্রিপালা সিরিসেনা নিজের ক্ষমতাবলে আচমকা প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংঘের পদ কেড়ে নেয়৷ বিক্রমাসিংঘের মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ মন্ত্রী হলেন রনতুঙ্গা৷ তাকে অপহরণের চেষ্টার পিছনে বিরোধী দল তথা রাজপাক্ষের অনুগামীদের হাত রয়েছে বেল মনে করা হচ্ছে৷