”ভারতের বিমান ভাড়া অটো ভাড়ার থেকেও কম” ! আজব যুক্তি কেন্দ্রীয় মন্ত্রীর
নিউজ ডেস্কঃ
বিমান ভাড়া নাকি এখন অটো ভাড়ার থেকে কম। এমন কথা বলেছেন ভারতের বিমান পরিবহন মন্ত্রী, তাও আবার ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট কনফারেন্সে। ভারতের ইন্দোরে এক আন্তর্জাতিক মঞ্চে অসামরিক বিমান পরিবহন ন্ত্রী জয়ন্ত সিন্হা বলেন, এখন প্রতি কিলোমিটারে বিমান ভাড়া যতটাকা দেন যাত্রীরা তার থেকে অনেক বেশি টাকা দিতে হয় প্রতি কিলোমিটার অটো ভাড়ায়।
মন্ত্রীর কথা শুনে প্রথমটায় চেয়ার থেকে পড়ে যাওয়ার উপক্রম হয়েছিল সেখানে উপস্থিত সকলের। অনেকে আবার বলেই বসেছিলেন ভুল বলেছেন তিনি। পরে সকলের ভ্রম সংশোধন করে নিজেই যুক্তি দিয়ে বোঝালেন তিনি। তিনি বলেন, এখন দিল্লি থেকে ইন্দোর যেতে বিমানে প্রতি কিলোমিটার ৫ টাকা ভাড়া দেন যাত্রীরা। সেখানে ইন্দোরের রাস্তায় প্রতিকিলোমিটার অটোয় যেতে ভাড়া গুনতে হয় ৭ থেকে ১০ টাকা। এই অবিশ্বাস্য কম বিমান ভাড়া একমাত্র ভারতেই সম্ভব বলে এদিন মন্তব্য করেছেন জয়ন্ত সিন্হা।