এক টুইটে ১.৩ বিলিয়ন ডলার হাওয়া করে দিলেন এই তারকা !
কলকাতা টাইমস :
মেসেজিং অ্যাপ স্ন্যাপচ্যাট সম্পর্কে রিয়ালিটি টিভি স্টার ও মডেল কাইলি জেনার একটি নেতিবাচক টুইট করার পর বৃহস্পতিবার সামাজিক মাধ্যমটির শেয়ার মূল্য ১.৩ বিলিয়ন ডলার পড়ে গেছে।
সেলিব্রেটি কিম কার্দেশিয়ানের সৎ বোন কাইলি টুইট করেন, ‘এখন আমি ছাড়া আর কেউ কি স্ন্যাপচ্যাট খোলা বন্ধ করে দিয়েছেন? নাকি শুধু আমি একাই বন্ধ করেছি… এটা খুব দুঃখজনক।’
স্ন্যাপচ্যাটের নতুন ডিজাইন চালু করার পর কাইলি তার আড়াই কোটি টুইটার ফলোয়ারকে প্ল্যাটফর্মটি সম্পর্কে নেতিবাচক মন্তব্যটি করেন। এরপরই স্ন্যাপচ্যাটের শেয়ারের দাম হু হু করে কমে যায় বলে জানিয়েছে ব্লুমবার্গ। সেই টুইট স্ন্যাপচ্যাটের মূল প্রতিষ্ঠান স্ন্যাপ ইনকরপোরেসনের শেয়ারের দাম ৬.১ শতাংশ কমে যায়।
কাইলি জেনারের টুইটের পর তার ফলোয়াররাও বিভিন্ন মন্তব্যে ও টুইটে স্ন্যাপচ্যাট ব্যবহারে তাদের অনিহার কথা জানান। এরপর ওয়াল স্ট্রিটের বিশ্লেষকরা জানান, নতুন ডিজাইন চালু করার পর ইউজাররা স্ন্যাপচ্যাট ব্যবহার করা কমিয়ে দিয়েছেন।
কাইলির টুইটের পরই মেবিলিন নিউইয়র্ক টুইটারে তাদের ফলোয়ারদের কাছে জানতে চান, স্ন্যাপচ্যাট প্ল্যাটফর্মে থাকা তাদের উচিত হবে কিনা? প্যারিসের ফ্যাশন ব্র্যান্ড লরিয়েলের প্রতিষ্ঠানটি জানায়, ‘স্ন্যাপচ্যাটে তাদের পোস্টের ভিউ নাটকীয়ভাবে কমে গেছে।’
অবশ্য সিটি গ্রুপের বিশ্লেষক মার্ক মে এ সপ্তাহের শুরুতে স্ন্যাপচ্যাটের নতুন ডিজাইন সম্পর্কে নেতিবাচক বিভিন্ন মন্তব্য দেখে সেটির শেয়ারের মূল্য কমে যেতে পারে বলে আভাস দিয়েছিলেন, সেটিই কাইলির টুইটের পর বৃহস্পতিবার বাস্তবে রূপ নেয়।