ড্রাইভারকে ফেলে রেখে ৯০ কিলোমিটার পাড়ি দিলো ট্রেন!
কলকাতা টাইমসঃ
অস্ট্রেলিয়ার একটি মালবাহী ট্রেন চালক ছাড়াই ৯০ কিলোমিটার পথ পাড়ি দেওয়ার পর অবশেষে রেললাইন থেকে ছিটকে পড়লো। তবে এই ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ট্রেনের কিছু ওয়াগন। রেললাইন থেকে ছিটকে পড়ার সময় ট্রেনের গতি ছিল ঘণ্টায় ১১০ কিলোমিটার। অস্ট্রেলিয়ার ২৬৮ ওয়াগনের চালক ট্রেনের যান্ত্রিক পরীক্ষা-নিরীক্ষার জন্য তার কেবিন থেকে নামেন। সেই সময় হঠাৎই ট্রেনটি ছুটতে শুরু করে। এরপর মালবাহী ট্রেনটি চালক ছাড়াই ৯০ কিলোমিটার অতিক্রম করে।
পরে সেদেশের প্রথম সারিতে থাকা কোম্পানি বিএইচপি পশ্চিম অস্ট্রেলিয়ার পিলবারার বন্দরনগরী হেডল্যান্ডে পৌঁছনোর আগে ট্রেনটিকে লাইনচ্যুত করার সিদ্ধান্ত নেয়। ট্রেনটিকে থামানোর জন্য গতিপ্রতিরোধক বসায় বিএইচপি। পরে হেডল্যান্ডে ট্রেনটি লাইনচ্যুত হয়ে আঁছড়ে পড়ে।