November 25, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular শিল্প ও সাহিত্য

রজ পদাবলী ২ (বিরহ)

[kodex_post_like_buttons]

।। রজত পাল ।।

কালার চাতুরি     না জানিঞে মরি

যৌবন বৃথা যায়

আকুলি বিকুলি      দেহলি সকলি

যদি বা পরশ পায় ।

রসের নাগর        রসের শেখর

রসেতে আধেক ডুবায়ে

হিয়ায় হিয়াতে      মরমের সাথে

ছাড়ি কোথা গেল কানাঞে ?

কুলশীল ত্যাজি     একি দশা আজি

দেহমন গ্যাছে জ্বলে

রজদাসে বলি       পাইব সকলি

কানু দরশন হলে ।।

Related Posts

Leave a Reply