January 20, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular বিনোদন

চিনে সেরা বিদেশী অভিনেতার পুরস্কার ছিনিয়ে নিলেন অজয় দেবগন 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

চীনে সেদেশের চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ বিদেশি অভিনেতার খেতাব জিতে নিলেন অজয় দেবগণ৷ ২৭ তম চীন গোল্ডেন রোস্টার অ্যান্ড হান্ড্রেড ফ্লাওয়ার্স ফিল্ম ফেস্টিভ্যালে রেইড ‘Raid’ ছবিতে অভিনয়ের জন্য অজয় দেবগণ শ্রেষ্ঠ বিদেশি অভিনেতার পুরস্কার জিতেছেন৷ চারদিনের এই চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয় চীনের ফোসানে। সেখানে পুরস্কার প্রাপকদের নির্বাচন করে দর্শকরা৷

এদিকে অজয় দেবগণের এই সাফল্য প্রসঙ্গে Raid ছবির প্রয়োজক তথা টি সিরিজের চেয়ারম্যান ভূষণকুমার বলেন, ‘‘আমরা সব সময়ই বিশ্বাস করি বিষয়ভিত্তিক ছবিতে৷ Raid একটা বিশেষ ছবি আমাদের কাছে৷ এই ছবির জন্য অজয় দেবগণ শ্রেষ্ঠ অভিনেতা নির্বাচিত হওয়ায় তা এই ছবির কাছে নতুন পালক৷’’

 

Related Posts

Leave a Reply