November 26, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular খেলা

রহস্যময় অসুখের কারণে ক্রিকেটকে বিদায় জানালেন অস্ট্রেলিয়ার পেসার জন হেস্টিংস

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

ল হাতে দৌড়লেই বিপত্তি। কফের সঙ্গে বেরিয়ে আসছে তাজা রক্ত। কোনও পরীক্ষাতেই কিছু ধরা পড়েছে না। রোগ নিয়ে বিভ্রান্তিতে খোদ চিকিৎসকরাও। অবশেষে ডাক্তারদের পরামর্শেই ক্রিকেটের বাইশ গজ থেকে অবসর নিলেন অস্ট্রেলিয়ার পেসার জন হেস্টিংস।

হেস্টিংসের অসুখটাই বড় রহস্যের। ৩৩ বছর বয়সী হেস্টিংস জানান, বোলিং করলেই মুখ দিয়ে রক্ত পড়ছে। কিন্তু এর কোনও ব্যাখ্যা ডাক্তারদের কাছেও নেই। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বোলিংয়ের ধকলে ফুসফুসের রক্তনালিকা ফেটে গেছে। সেই কারণেই এই বমি।

এরপরেও খেলা চালিয়ে গেলে বড়সড় অঘটন ঘটতে পারে। এমনকী মৃত্যু পর্যন্ত হতে পারে। চিকিৎসকদের সাবধানবাণী শুনে অবসরের সিদ্ধান্ত নিলেন তিনি। অস্ট্রেলিয়ার হয়ে একটি মাত্র টেস্ট খেলেছেন হেস্টিংস। তবে ২৯ টি একদিনের ম্যাচ এবং ৯টি টি-টোয়েন্টিতে জাতীয় দলের প্রতিনিধিত্ব করেছেন এই পেসার। বিগ ব্যাশে নতুন মরসুমে সিডনি সিক্সার্সে সই করেছিলেন তিনি।

Related Posts

Leave a Reply