September 21, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

ভারতে পারমাণবিক হামলার হুমকি পাকিস্তানের তরফে !

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

কাশ্মীর ইস্যুতে আবারও উত্তপ্ত হয়ে উঠছে ভারত-পাকিস্তান। এই বিষয়ে নতুন করে উত্তেজনা ছড়ালেন আজাদ জম্মু ও কাশ্মীরের (এজেকে) প্রেসিডেন্ট সর্দার মাসুদ খান৷ তিনি কাশ্মীর প্রসঙ্গে ভারতে পারমাণবিক হামলার হুমকি দিয়েছেন। পাকিস্তানের নৌবাহিনীর একটি অনুষ্ঠানে সর্দার মাসুদ খান কাশ্মীর ইস্যুতে ভারতে পারমাণবিক হামলার হুমকি দিয়ে বলেন, ভারত একগুঁয়েমি করছে কাশ্মীর ইস্যুতে, যা দক্ষিণ এশিয়াতে পারমাণবিক যুদ্ধ উসকে দিতে পারে।

এদিকে, ভারতের দাবি, ২০০৩ সালে ভারত-পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতি নিয়ে যে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল তা বারবারই লঙ্ঘন করে চলেছে পাকিস্তান। শুধুমাত্র চলতি বছরই একহাজার বারেরও বেশি সময় সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে হামলা চালিয়েছে পাকিস্তানি সেনাবাহিনী।  সম্প্রতি সংঘর্ষ বিরতি চেয়ে পাকিস্তানই বিএসএফের কাছে অনুরোধ করেছিল, কিন্তু তারপর নিজেরাই সেই চুক্তি লঙ্ঘন করেছে।

Related Posts

Leave a Reply