February 23, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular বিনোদন

এবার এই বিখ্যাত নায়িকা হবেন খলনায়িকা!

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

অ্যাঞ্জেলিনা জোলি হবেন জেমস বন্ড সিরিজের ২৫ তম ছবির ভিলেন-এমন খবর পেয়ে বন্ডভক্তরা বেশ আনন্দিত। তবে এই নাম এখনো চূড়ান্ত হয়নি। কারণ বন্ড ছবির নির্মাতা ও প্রযোজকদের পছন্দের তালিকার জোলি দ্বিতীয় অবস্থানে আছেন। প্রথমে বন্ড দল খলচরিত্রের অভিনেতা হওয়ার প্রস্তাব দেবে ব্রিটিশ অভিনেত্রী হেলেনা বনহ্যাম কার্টারকে। তিনি যদি এ প্রস্তাব ফিরিয়ে দেন, তখন এটি জোলির ঝুলিতে গিয়ে জমা হবে।

বন্ডের ঘরের এক ঘনিষ্ঠ সূত্র জানায়, ‘অনেকেই ভাবছেন অ্যাঞ্জেলিনা জোলি বুঝি জেমস বন্ডের নতুন ভিলেন হওয়ার জন্য চূড়ান্ত হয়ে গেছেন। কিন্তু এটা সত্য নয়। বন্ড ছবির হর্তাকর্তাদের প্রথম পছন্দ হেলেনা। এখনো চরিত্রের জন্য শিল্পী বাছাই চূড়ান্ত হয়নি।’

জোলি যদি বন্ড সিরিজে অভিনয়ের জন্য চূড়ান্ত হন, তাহলে ‘বন্ড’ ড্যানিয়েল ক্রেইগের সঙ্গে এটি হবে অ্যাঞ্জেলিনা জোলির দ্বিতীয় কাজ। এর আগে ক্রেইগ লরা ক্রফট: টুম রাইডার ছবিতে জোলির সঙ্গে অভিনয় করেছিলেন।

Related Posts

Leave a Reply