November 22, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular শারীরিক

বিদ্যুৎ ছাড়াই চলবে ফ্যান

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

দীনেশের ছোটবেলা কেটেছে এমন এক গ্রামে যেখানে বিদ্যুৎ পরিসেবা ততটা উন্নত নয়৷ ছোট থেকে দাদুকে দেখেছেন ভীষণ গরমের মধ্যে কাজ করতে৷ আর দাদুর কষ্টই দূর করতে চেয়েছিল ছোট্ট নাতি৷ সময় পাল্টেছে৷ দীনেশ লেখাপড়া শিখে হয়েছেন ইঞ্জিনিয়ার৷ আর এরপরেই দাদুর কষ্ট লাঘব করতে বানিয়ে ফেলেছেন এমন এক ফ্যান (পাখা), যা চলবে কোনও বিদ্যুৎ ছাড়াই৷ আর দীনেশের তৈরি পাখার সেই ভিডিওই এখন ভাইরাল ইন্টারনেটে৷

সম্প্রতি সেই পরিবেশ-বান্ধব পাখার একটি ভিডিওই দীনেশ নিজের ফেসবুকে আপলোড করেছেন৷ তিনি জানিয়েছেন, এই পাখা তৈরি হয়েছে প্লাস্টিকজাত বর্জ্য পদার্থ থেকে৷ তাঁত যন্ত্রের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে পাখাটিকে৷ ফলত যন্ত্র চললেই এমনিই চলতে থাকবে পাখা৷ কোনও বিদ্যুতের প্রয়োজন নেই, অথচ দিব্যি চলবে এ পাখা৷

দীনেশ জানিয়েছেন, এই পাখা তৈরি করা তেমন কঠিন নয়৷ পাশাপাশি, যে কোনও সাধারণ মানুষ সহজেই বানিয়ে ফেলতে পারবেন এই ফ্যান৷ আর তাঁতযন্ত্রের সঙ্গে যুক্ত করলে, বিনা বিদ্যুতেই চবে এই পাখা৷ আপাতত এই পাখা বানিয়েই দাদুর কষ্ট লাঘব করেছেন তিনি৷ তবে তার আশা, তার এই উদ্ভাবন সাধারণ মানুষের কাজে লাগবে৷

Related Posts

Leave a Reply