গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ভারতীর খোঁজে ভিনরাজ্যে পাড়ি দিলো সিআইডি
নিউজ ডেস্কঃ
ভারতী ঘোষের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল সিআইডি। কেশপুরের স্বর্ণব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে এই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। প্রাক্তন আইপিএসের খোঁজে শুরু হয়েছে তল্লাশিও। গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে ভারতী ঘোষের প্রাক্তন নিরাপত্তারক্ষী সুজিত মণ্ডলেরও বিরুদ্ধও।
ভারতীর বিরুদ্ধে হুমকি, তোলাবাজি, প্রতারণা করে কোটি কোটি টাকা আদায়ের অভিযোগ তুলেছেন পশ্চিম মেদিনীপুরের স্বর্ণ ব্যবসায়ী চন্দন মাজি। আদালতে মামলা দায়েরের পরই নড়েচড়ে বসে সিআইডি। শুক্রবার ২ ফেব্রুয়ারি একযোগে ভারতী ঘোষের কলকাতা, পশ্চিম মেদিনীপুর, সোনারপুরের বাড়িতে তল্লাসি চালানো হয়। তল্লাশি চালানো হয় নাকতলায় ভারতী ঘোষের স্বামীর বাড়িতেও। দিনভর তল্লাসিতে উদ্ধার হয় বিপুল পরিমাণে নগদ, সোনা ও সম্পত্তির নথি।
এরপরই ভারতী ঘোষকে ভবানী ভবনে তলব করে নোটিস পাঠায় সিআইডি। তবে সেই নোটিসের কোনও উত্তর দেননি প্রাক্তন আইপিএস। এরপর সোমবার সকালে ভারতীর বাড়ি গিয়ে তাঁকে হাজিরা দেওয়ার জন্য নোটিস ধরায় সিআইডি। কিন্তু সেই নোটিসের উত্তর না দেওয়াতেই এবার গ্রেফতারি পরোয়ানা জারি করা হল। তলব করা হয়েছে ভারতী ঘোষের স্বামীকেও।