টপলেস ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আইপিএল সঞ্চালিকা
নিউজ ডেস্কঃ
গান, মডেলিং এবং অভিনয় এই দুই ক্ষেত্রেই নিজের যোগ্যতা দক্ষতার ছাপ রেখেছেন শিবানী দান্ডেকর। এমনকি আইপিএলের সঞ্চলনাও করেছেন তিনি। তাকে শেষ দেখা গিয়েছিল সোনাক্ষী সিনহা অভিনীত ‘নূর’ ফিল্মে।
শিবানীকে মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় হট ছবি পোস্ট করতে। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে টপলেস ছবি পোস্ট করেছেন শিবানী। আর ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গেই তা ভাইরাল হয়ে যায়। ছবিতে অর্ধনগ্ন অবস্থায় ধরা দিয়েছেন শিবানী। ক্যাপশনে লিখেছেন ‘mid week slump’
যদিও এই ছবির জন্য সোশ্যাল মিডিয়ায় ট্রোলও হয়েছেন শিবানী দান্ডেকর। তবে কেউ কেউ আবার শিবানীর এই সাহসী ফটোশ্যুটের প্রশংসাও করেছেন। তবে এই প্রথমবার নয়, এর আগেও বহু সাহসী ছবিও সোশ্যাল সাইটে পোস্ট করতে দেখা গেছে মডেল-অভিনেত্রীকে।