১০ মিনিটে মার্কিন ভোটিং সিস্টেম হ্যাক করলো শিশু!
শিশুটির নাম ইমমেত ব্রিউয়ের। তার বয়স মাত্র ১১ বছর। শুধু ব্রিউয়ের নয় তার মতো আরও অনেক শিশু এবারের হ্যাকাথন প্রতিযোগিতায় অংশ নেয়। ডেফকন বিশ্বের সর্ববৃহৎ হ্যাকাথন প্রতিযোগিতার আয়োজন করে। প্রত্যেকবছর লাগ ভেগাসে এ হ্যাকাথন প্রতিযোগিতার আয়োজন করা হয়। হ্যাকাথন প্রতিযোগিতাটিতে হ্যাকার ও সাইবার নিরাপত্তাকারীরা কম্পিউটার নিরাপত্তা প্রক্রিয়া হ্যাকিং, সফটওয়্যার ও হার্ডওয়্যার সিস্টেম নিয়ে বিভিন্ন কার্যক্রমে অংশ নেয়।
চমক হিসেবে এবারের আসরে হ্যাকাথনে অংশ নেয় শিশুরা। ৮ থেকে ১৬ বছর বয়সী ৫০ জন শিশু এ বছরের হ্যাকাথন প্রতিযোগিতায় অংশ নেয়। অংশগ্রহণকারীদের মধ্যে ৩০ জনের মতো শিশু নির্বাচনী ওয়েবসাইটটি হ্যাক করতে সক্ষম হয়। ডেফকনের কর্তৃপক্ষ তাদের অফিসিয়াল টুইট বার্তায় এসব তথ্য জানান।