January 20, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular সফর

ওমকার ভ্রমণ 2

[kodex_post_like_buttons]

বিপ্লব মজুমদার

 

স্টেশনের  এর মধ্যে ভীড় থাকলেও বাইরে একদম ফাঁকা l চার পাঁচ জন রিক্সওয়ালা আর গোটাদশেক অটো আর কিছু প্রাইভেট কার দাড়িয়ে l এক অটো ড্রাইভার এর সাথে কথা বলে বুঝলাম দু ঘন্টায় দর্শনীয় স্থান দেখে ফেরা সম্ভব নয় l এমনি চোখের দেখা হয়তো হবে তাতে তো মন ভরবে না l কারণ জ্বব্বলপুরে মা নর্মদার তীরbhorti প্রচুর আশ্রম ও তীর্থ আছে l একবার ঢুকে গেলে এবার জ্বব্বলপুরে ই ছুটি শেষ হয়ে যাবে l সংসারী মানুষ ঘরে তো ফিরতে হবে l তাই মনে বেড়ি পড়িয়ে স্টেশন চত্বরের আসে পাশে খানিক ঘুরে ফিরে এলাম l আর রমতা যোগী আর সাধু দের উপর খুব ঈর্ষা হলো l ইস যদি সাধু হতাম তাহলে এখানেই কিছুদিন কাটিয়ে ওমকার যেতাম l
যাই হোক ভেবে লাভ নেই l আপাততঃ এ জন্মে হিসাব করেই কালানিপাত করি l
ট্রেন একঘন্টা লেট করে স্টেশন এলো l জেনারেল কম্পার্টমেন্ট এ কি প্রবল ভীড় না দেখলে কল্পনা করা যাবে না l কোনোরকমে দেহটাকে ভিতরে গলিয়ে দিলাম l ভিতরে তীব্র উৎকট গরম আর ভ্যাঁপসা গন্ধ l মনে হলো প্রাণ বেড়িয়ে যাবে l

Related Posts

Leave a Reply