এবার পায়েও হিরে, বিশ্বের সবচেয়ে দামি জুতো
কলকাতা টাইমস :
এতদিন ধরে মূল্যবান হীরক পাথর দিয়ে নানা অলঙ্কার, ঘড়ি, কলম এমনকি পেনড্রাইভ তৈরির কথাও শোনা গেছে। তাই বলে জুতা! হ্যা, সত্যি সত্যিই এবার হীরার জুতা বানানোর কাজ শুরু হয়েছে। ভারতের গুজরাট রাজ্যের সুরাত শহরের বিখ্যাত এক এক অলঙ্কার ব্যবসায়ী এটি তৈরি করছে বলে জানা গেছে।
এই জুতা জোড়ায় সবমিলিয়ে ১২ হাজার হীরা ব্যবহার করা হচ্ছে। জুয়েলারি দোকানের মালিক দীলিপ শাহ বলেছেন,‘আমরা বিশ্বের সবচেয়ে দামি জুতা তৈরি করছি। যার একটিতে থাকছে ৬ হাজার হীরা। আগামী দু মাসের মধ্যে এই জুতা বানানোর কাজ শেষ হচ্ছে।’ দুবাইয়ের এক খদ্দের তাদের এই জুতা বানানোর অর্ডার দিয়েছেন বলে দীলিপ জানিয়েছেন।
বিশ্বে হীরা দিয়ে নানা দ্রব্য তৈরির প্রচলন থাকলেও জুতা তৈরির ঘটনা এটিই প্রথম। এই মূল্যবান পাথর দিয়ে ভারতে বর্তমানে গয়না ছাড়াও বেল্ট, বকলেস, পেন ড্রাইভ এবং বিভিন্ন ক্রোকারি তৈরির চল শুরু হয়েছে। সম্প্রতি দিল্লির এক গ্রাহকের জন্য একটি জুতোর ক্লিপ তৈরি করেছেন এক জুয়েলারি ডিজাইনার। ৩শ হীরা দিয়ে তৈরি ওই ক্লিপটির দাম ছিল ২ লাখ রুপি।