ডলারের বিকল্প হিসেবে এসপিভি চালু করার সিদ্ধান্ত নিলো ইউরোপীয় ইউনিয়ান
কলকাতা টাইমসঃ
ইউরোপীয় দেশগুলোর সাথে ইরানের অর্থনৈতিক লেনদেনের জন্য ডলারের বিকল্প হিসেবে স্পেশাল পারপোজ ভেহিকেল (এসপিভি) চালু করার সিদ্ধান্ত নেওয়া হলো। চলতি মাস থেকেই এই লেনদেন কার্যকর করা হবে বলে জানিয়েছেন ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ফেডেরিকা মগেরিনি। গতকাল ১০ ডিসেম্বর বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসেইউরোপিয়ান দেশগুলির পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠক শেষে ফেডেরিকা মগেরিনি এই কথা জানান।
তিনি বলেন, অনেক দিনের প্রচেষ্টার ফলে এই এসপিভি ব্যবস্থা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি মাসের শেষ থেকেই এটি চালু করা সম্ভব হবে। আগামী বছরের প্রথম থেকেই এসপিভির সুফল পাওয়া যাবে। মোগেরিনি বলেন, ইরানের সঙ্গে পরমাণু চুক্তি থেকে আমেরিকার বেরিয়ে যাওয়া সত্ত্বেও ওই চুক্তি বাস্তবায়ন করতে ইউরোপীয় দেশগুলো সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছে। ইরান পরমাণু সমঝোতা পুরোপুরি মেনে চলার কারণে ইউরোপ এটি বাস্তবায়ন করার সিদ্ধান্ত নিয়েছে।
উল্লেখ্য, গত মে মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যান। কিন্তু অন্যারা সেই চুক্তি মেনে চলতে একমত রয়েছে। ডোনাল্ড ট্রাম্প চুক্তি থেকে বেরিয়ে গিয়ে ইরানের ওপর নতুন করে অবরোধ আরোপ করায় ডলারের বিনিময়ে ইরানের বাণিজ্য পরিস্থিতি কঠিন হয়ে পড়ে। ফলে ইউরোপীয় দেশগুলো এসপিভি চালুর উদ্যোগ নেয়।