September 29, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

আজ রাতেই ইম্পিচমেন্টের মুখে বৃটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে !

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

স্থা ভোটের সম্মূখীন বৃটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে। তার বিরুদ্ধে আজ রাতেই এই আস্থা ভোট অনুষ্ঠিত হবে। রয়টার্স সূত্রে খবর, নিজের দল কনজারভেটিভ পার্টির সদস্যরাই আস্থা ভোটের উদ্যোগ নিয়েছেন। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের পক্ষে এমপিদের কমপক্ষে ৪৮ টি আবেদন জমা পড়তে হয়। সেই সংখ্যা পূরণ হয়েছে। স্থানীয় সময় বিকেল ৬টা থেকে ৮ টার মধ্যে এই ভোট হওয়ার কথা রয়েছে। আইনমন্ত্রী ডেভিড গাউক জানাচ্ছেন, ভোটে প্রধানমন্ত্রী হেরে গেলে ব্রেক্সিট নিয়ে ব্যাপক জটিলতা দেখা দিতে পারে।

ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার ইস্যুতে এমন বিধ্বস্ত অবস্থার মুখোমুখি হতে হলো তেরেসা মে-কে। তিনি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যে সমঝোতায় পৌঁছেছেন তার ওপর মঙ্গলবার হাউস অব কমন্সে ভোট হওয়ার কথা ছিল। কিন্তু তাঁর নিজের দল কনজার্ভেটিভ পার্টির এমপিদের প্রচণ্ড বিরোধিতা টের পেয়ে ওই ভোট স্থগিত করেন মে। এরই মধ্যে তার বিরুদ্ধে অনাস্থা ভোটের খবর ছড়িয়ে পড়ে। আগামী ২৯ মার্চ ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার কথা রয়েছে। তবে ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে গেলেও সহযোগিতা অব্যাহত রাখতে চান মে। তেরেসা মে বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সঙ্গে সাক্ষাতের জন্য সফরে বেড়িয়েছেন।

 

Related Posts

Leave a Reply