February 23, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

মরে ও বেঁচে দুজনেই সোনার লোভ ছাড়তে পারেন নি 

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস :
সোনা এমনই এক বস্তু যে তার স্বর্নিম আভা ছড়িয়ে যে কোন মানুষের চোখ ঝলসে।  ঠিক যেমন হল ম্যাকডোনিয়ার পুরনো কবরস্হানের মৃতদেহ ও তাদের রোখ্যাকারী এক জীবিত ব্যক্তির ক্ষেত্রে৷ একজন মৃত্যুর পরও সোনা নিয়ে কবরে গেছেন , আরেক জন কবর খুঁড়ে সেই  সোনা বের করে নিতেন। ঘটনাটি হল, এখানে রয়েছে সারি সারি কবর৷ একের পর এক মৃতদেহ আসছে৷ অদ্ভূত কাণ্ড! কবর দেয়ার পরদিনই চোখে পড়ে সেই কবর খোড়ার কাজ৷
কোথাও কোনো রকমে চাপা দেওয়া হয়েছে কি-না দেহ৷ আবার কোনো কবরের পাশে দেহ পড়ে রয়েছে৷ বেশ কয়েক মাস ধরে চলছে এ ঘটনা৷ প্রিয়জনের সমাধিতে ফুল দিতে এসে অনেকেই দেখেছেন খোড়া রয়েছে কবর৷ এ নিয়ে ক্রমেই দানা বাঁধছে। রহস্য সৃষ্টি হয় তাদের মাঝে। কবরস্হানের সব থেকে পুরনো রক্ষী ৫২ বছরের এক ব্যক্তি৷ তাকেও বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়৷ কিন্ত্ত তাতেও কাজ হয়নি৷ শহরের সবথেকে পুরনো কবরস্হান এটি৷
কোনো কালে এমন ঘটনা ঘটেনি৷ তাহলে হঠাৎ এমন দৃশ্য! অবশেষে খবর দেয়া হয় পুলিশে৷ শুরু হয় তদন্ত৷ কবরস্হানের অন্যান্য রক্ষীসহ পুরনো ওই রক্ষীকেও আরেক দফা জিজ্ঞাসাবাদ করে পুলিশ৷ জিজ্ঞাসাবাদের পর পুলিশের সন্দেহ হয় ৫২ বছরের ওই কররক্ষীকে৷ কয়েকদিন ধরেই নজর রাখা হচ্ছিল তার ওপর৷ প্রায় পাঁচজোড়া সোনার দাঁতসহ কবরক্ষীকে হাতেনাতে ধরে ফেলে পুলিশ৷
জিজ্ঞাসাবাদে ওই রক্ষী জানিয়েছেন, মৃতদেহ থেকে সোনার দাঁত খুলে নিয়ে সেই দাঁত পাশের রাজ্য সারবিয়াতে বিক্রি করতেন তিনি৷ কবরস্হানের পবিত্রতা ভঙ্গসহ চুরির অপরাধে তাকে এক বছরের জেল হেফাজতের নির্দেশ দিন আদালত৷ এ খবর দিয়েছে ভারতের একটি গণমাধ্যম।  

Related Posts

Leave a Reply