আইলীগ জমিয়ে দিলো মণিপুরের নেরোকা এফসি
নিউজ ডেস্কঃ
২৪ ঘন্টার ব্যবধানে জমে গেল আই লিগের খেতাবি লড়াই। মঙ্গলবার ইস্টবেঙ্গল মিনার্ভাকে হারালেও আই লিগের শীর্ষে ছিল পাঞ্জাবের দলটি। বুধবার চার্চিল ব্রাদার্সকে হারিয়ে লিগের শীর্ষে চলে এল মণিপুরের নেরোকা এফসি। পয়েন্ট টেবিলে তিন নম্বরে থাকা ইস্টবেঙ্গলের সামনে লিগ জয়ের সম্ভবনা কতটা?
২০১৭-১৮ মরসুমে এখন পর্যন্ত ১৬ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে ১ নম্বরে নেরোকা এফসি। ১৪ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে ২ নম্বরে মিনার্ভা।ইস্টবেঙ্গল ৩ নম্বরে।১৪ ম্যাচে লাল-হলুদের পয়েন্ট ২৬। এই মুহূর্তে লিগের শীর্ষে থাকা নেরোকা’র বাকি আর মাত্র দুটি ম্যাচ। যার একটি ইস্টবেঙ্গলের সঙ্গে এবং অন্যটি মোহনবাগানের সঙ্গে। আই লিগের খেতাবি লড়াইয়ে নেরোকা বনাম মোহনবাগান এবং ইস্টবেঙ্গল বনাম নেরোকা ম্যাচ এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।