কে, কাকে-কতো টাকায় কিনলো এবারের আইপিএল নিলামে
কলকাতা টাইমসঃ
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১২ তম আসরের নিলামে উঠেছিলেন ৩৫১ জন ক্রিকেটার। তাদের মধ্যে মঙ্গলবার কিছু খেলোয়ার দল পেলেও অবিক্রিত থেকে গেছে বেশিরভাগ খেলোয়ার। দু’বারের সুযোগেও বেশ কয়েকজন ক্রিকেটার ফ্র্যাঞ্চাইজিদের নজরে আসতে না পেরে অবিকৃত থেকে গেছেন। আবার অপ্রত্যাশিত দামে বিক্রি হয়েছেন বেশ কয়েকজন অনামী ক্রিকেটার।
এক নজরে নিলামে বিক্রি হওয়া ক্রিকেটাররা :
হনুমা বিহারী-দিল্লি ক্যাপিটালস-২ কোটি
শিমরন হেটমাইয়ার- রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর- ৪.২ কোটি
কার্লোস ব্রাথওয়েট- কলকাতা নাইট রাইডার্স- ৫ কোটি
গুরুকীরত সিং মান- রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর- ৫০ লাখ
মোজেস হেনরিকেস- কিংস ইলেভেন পাঞ্জাব- ১ কোটি
অক্ষর প্যাটেল- দিল্লি ক্যাপিটালস- ৫ কোটি
জনি বেয়ারস্টো- সানরাইজার্স হায়দরাবাদ- ২.২ কোটি
নিকোলাস পুরান- কিংস ইলেভেন পাঞ্জাব- ৪.২ কোটি
ঋদ্ধিমান সাহা- সানরাইজার্স হায়দরাবাদ- ১.২ কোটি
জয়দেব উনাদকট- রাজস্থান রয়্যালস- ৮.৪ কোটি
ইশান্ত শর্মা- দিল্লি ক্যাপিটালস- ১.১ কোটি
লসিথ মালিঙ্গা-মু্ম্বাই ইন্ডিয়ান্স- ২ কোটি
মোহম্মদ শামি- কিংস ইলেভেন পাঞ্জাব- ৪.৮ কোটি
বরুণ অ্যারন- রাজস্থান রয়্যালস- ২.৪ কোটি
মোহিত শর্মা- চেন্নাই সুপার কিংস- ৫ কোটি
দেবদ্রুত পাদিক্কল- রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর- ২০ লাখ
আনমলপ্রীত সিং- মু্ম্বই ইন্ডিয়ান্স- ৮০ লাখ
সরফরাজ খান- কিংস ইলেভেন পঞ্জাব- ২৫ লাখ
শিভম দুবে- রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর- ৫ কোটি
বরুণ চক্রবর্তী- কিংস ইলেভেন পাঞ্জাব- ৮.৪ কোটি
অঙ্কুশ বেনস- দিল্লি ক্যাপিটালস- ২০ লাখ
নাথু সিং- দিল্লি ক্যাপিটালস- ২০ লাখ
কলিন ইনগ্রাম-দিল্লি ক্যাপিটালস- ৬.৪ কোটি
স্যাম কারেন- কিংস ইলেভেন পাঞ্জাব-৭.২ কোটি
হেনরিক ক্ল্যাসন- রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর- ৫০ লাখ
বারিন্দর স্রান- মুম্বাই ইন্ডিয়ান্স-৩.৪ কোটি
লুকি ফার্গুসন-কলকাতা নাইট রাইডার্সড- ১.৬ কোটি
শারফেন রাদারফোর্ড- দিল্লি ক্যাপিটালস- ২ কোটি
অনরিচ নর্টজে- কলকাতা নাইট রাইডার্সড- ২০ লাখ
ওসমান থমাস- রাজস্থান রয়্যালস-১.১ কোটি
হারডুস ভিজয়েন- কিংস ইলেভেন পাঞ্জাব-৭৫ লাখ
হিম্মত সিং- রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর- ৬৫ লাখ
নিখিল নায়েক- কলকাতা নাইট রাইডার্স- ২০ লাখ
অর্শদীপ সিং-কিংস ইলেভেন পাঞ্জাব-২০ লাখ
হ্যারি গার্নি-কলকাতা নাইট রাইডার্স- ৭৫ লাখ
পঙ্কজ জসওয়াল- মুম্বাই ইন্ডিয়ান্স-২০ লাখ
মিলিন্দ কুমার-রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর- ২০ লাখ
দর্শন নালকান্ডে-কিংস ইলেভেন পাঞ্জাব- ৩০ লাখ
শশাঙ্ক সিং- রাজস্থান রয়্যালস-৩০ লাখ
সিমরন সিং- কিংস ইলেভেন পাঞ্জাব- ৪.৮ কোটি
রাসিখ সালাম-মুম্বাই ইন্ডিয়ান্স-২০ লাখ
পৃথ্বী রাজ-মুম্বাই ইন্ডিয়ান্স-২০ লাখ
লিয়াম লিভিংস্টোন-রাজস্থান রয়্যালস-৫০ লাখ
কেমো পল-দিল্লি ক্যাপিটালস- ৫০ লাখ
প্রয়াস রায় বর্মন- রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর- ১.৫ কোটি
অগ্নিবেশ আয়াচি- কিংস ইলেভেন পাঞ্জাব- ২০ লাখ
হরপ্রীত ব্রার-কিংস ইলেভেন পাঞ্জাব- ২০ লাখ
মার্টিন গাপটিল-সানরাইজার্স হায়দরাবাদ- ১ কোটি
যুবরাজ সিং- মুম্বাই ইন্ডিয়ান্স- ১ কোটি
আকাশদীপ নাথ-রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর- ৩.৬ কোটি
জলজ সাক্সেনা- দিল্লি ক্যাপিটালস- ২০ লাখ
মরুগান অশ্বিন-কিংস ইলেভেন পাঞ্জাব-২০ লাখ
রীতুরাজ গায়কোয়াড- চেন্নাই সুপার কিংস-২০ লাখ
শুভম রানজানে- রাজস্থান রয়্যালস-২০ লাখ
জো ডেনলি-কলকাতা নাইট রাইডার্স- ১ কোটি
বি আয়াপ্পা- দিল্লি ক্যাপিটালস-২০ লাখ
শ্রীকান্ত মুন্ডে-কলকাতা নাইট রাইডার্স-২০ লাখ
মনন ভোরা- রাজস্থান রয়্যালস-২০ লাখ
অস্টন টার্নার-রাজস্থান রয়্যালস-৫০ লাখ
রায়ান প্রায়াগ-রাজস্থান রয়্যালস-২০ লাখ