ভুল রূপচর্চা কতটা ভয়ঙ্কর জানলে শিউরে উঠবেন
কলকাতা টাইমস :
ত্বকের যত্ন আমরা কমবেশি সকলেই নিই। কিন্তু মনের অগোচরেই করে ফেলি সাধারণ কিছু ভুল। সেই ভুল যে কতটা মারাত্মক তা শুনলে অবাক হবেন। আমাদের প্রতিদিনের স্ক্রাব, বিউটি প্রোডাক্ট ব্যবহার করার মধ্যে একটু সচেতন না হলেই হতে পারে ত্বকের মারাত্মক ক্ষতি। শুধু বুড়িয়ে যাওয়া নয় ত্বকে দেখা দিতে পারে নানান সমস্যাও। তাই জেনে নিন কিছু সাধাণতা।
আসুন দেখে নেই কী কী ভুল আমরা করি-
অতিরিক্ত স্ক্রাব করা: স্ক্রাব করলে ত্বকের মরা চামড়া দূর হয়ে ত্বক উজ্জ্বল ও লাবণ্যময় হয়ে ওঠে। খেয়াল রাখতে হবে যেন অতিরিক্ত স্ক্রাব করা না হয়। ত্বকের ধরণ অনুযায়ী সপ্তাহে দু-তিনবারের বেশি স্ক্রাব ব্যবহার করবেন না।
মেকআপ না তোলা : এমন অনেকেই আছেন যে সারাদিনের পরিশ্রমের পর বাড়ি ফিরে মেকআপ না তুলেই ঘুমিয়ে পড়েন। এটি ত্বকের জন্য অত্যন্ত ক্ষতিকর। বিছানার পাশে ওয়েট ওয়াইপ রাখুন যেন সহজেই মেকআপ পরিষ্কার করে ঘুমোতে পারেন।
ত্বক পরিষ্কার না করা : সুস্থ ও স্বাভাবিক ত্বক পেতে প্রতিদিন দু’বার নিয়ম করে অবশ্যই ত্বক পরিষ্কার করুন। ত্বকের ধরণ অনুযায়ী ফেসওয়াশ ব্যবহার করা উচিত। শুষ্ক, তৈলাক্ত ও মিশ্র ত্বকের জন্য বাজারে ভিন্ন ভিন্ন ফেসওয়াশ পাওয়া যায়।
সানব্লক ক্রিম ব্যবহার না করা : বাইরে বের হওয়ার আগে এবং রান্নাঘরে যাওয়ার সময় সানব্লক ক্রিম ব্যবহার করতে হবে। আকাশ মেঘলা থাকুক কিংবা রোদেলা, নিয়ম করে সানব্লক ক্রিম লাগান। সানব্লক মেখে তারপর মেকআপ করুন। এটা শুধু নারীদের জন্যই নয় পুরুষরাও নিয়মিত সানব্লক ব্যবহার করুন।
অতিরিক্ত : ত্বকের যত্ন নেওয়া মানে এই নয় যে এত্তোগুলো পণ্য ব্যবহার করতে হবে। খুব সহজ, সাধারণ এবং শুধুমাত্র প্রয়োজনীয় সামগ্রী ব্যবহার করেই ত্বকের খেয়াল রাখতে হবে।
ত্বকের যত্নে যেকোনো পণ্য কেনার আগে অবশ্যই ভালো ব্র্যান্ডের ও কতদিন মেয়াদ আছে দেখে নিন।