November 25, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

সরকারি চাকরির নিয়োগ পত্র হাতে পেলো রোবট

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস : 
সৌদি আরবে সরকারি চাকরিতে প্রথমবারের মতো একটি রোবটকে নিয়োগ দেওয়া হয়েছে। এরইমধ্যে দেশটির একটি দপ্তরে দায়িত্ব পালন করা শুরু করে দিয়েছে রোবটটি। দেশটির ইংরেজি দৈনিক আরব নিউজের এক প্রতিবেদনে এ সংবাদ জানানো হয়।

প্রতিবেদনে আরো জানানো হয়, গত রবিবার সৌদি আরবের শিক্ষামন্ত্রী আল-ঈসা ও টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল ট্রেনিং কর্পোরেশন (টিভিটিসি)-র গভর্নর আহমেদ আল-ফাহাইদ এর উপস্থিতিতে প্রথম মিটিংয়ে অংশগ্রহণ করে রোবটটি। শিক্ষামন্ত্রী আহমেদ আল-ঈসা জানিয়েছেন, রোবটটিকে টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল ট্রেনিং কর্পোরেশনে নিয়োগ করা হয়েছে। তিনি বলেন, এর মাধ্যমে সৌদি নাগরিকেরা সর্বাধুনিক প্রযুক্তির সেবা পাবে, যা সৌদি সরকারের ‘ভিশন ২০৩০’ পুনর্গঠণ প্রক্রিয়া পূরণে সহায়ক হবে।

Related Posts

Leave a Reply