২০ বছর পর ধৈর্য ভাঙল স্বামীর, স্ত্রীকে গুলি করে হত্যা
কলকাতা টাইমস :
মনের অমিল ২০ বছর আগে। তারপর দীর্ঘ ২০ বছর ধরে বিবাহ বিচ্ছেদের আবেদন জানিয়েও কোন লাভ হয়নি। তাই শেষ পর্যন্ত অধৈর্য্য হয়ে স্ত্রীকে ৫ টি গুলি করে হত্যা করল স্বামী। অভিযুক্ত ৬৩ বছরের এক শারীরশিক্ষার শিক্ষক। ঘটনাটি ঘটেছে কর্নাটকের চিক্কামাগালুরুতে।
পুলিশ জানায়, স্ত্রীর বাড়িতে গিয়ে পর পর পাঁচটি গুলি করে বাসাপ্পা। এরপর সাক্কারায়াপত্তানা পুলিশ স্টেশনে গিয়ে আত্মসমর্পণ করে সে। বাসাপ্পা ৩০ বছর আগে জয়াম্মাকে বিয়ে করেছিল। ৫ বছর তারা একসঙ্গে ছিল। তাদের দুই সরকারি চাকুরিজীবী পুত্রসন্তান রয়েছে। দম্পতি একই গ্রামে থাকলেও একসঙ্গে থাকতেন না। জয়াম্মা তার এক ভাইয়ের সঙ্গে থাকতেন। বাসাপ্পা বার বার জয়াম্মার কাছে ডিভোর্সের আবেদন করে, কিন্তু প্রতিবারই না বলে দেন জয়াম্মা।
কিন্তু এরপর আর ধৈর্য ধরতে পারেনি বাসাপ্পা। গত সোমবার রাগ সামলাতে না পেরে জয়াম্মার ভাইয়ের বাড়িতে যায় বাসাপ্পা। সেখানে একটি দেশি পিস্তল দিয়ে জয়াম্মাকে গুলি করে। জয়াম্মাকে দ্রুত হাসপাতালে নিয়ে গিয়েও লাভ হয়নি। চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।