আত্মহত্যার পরিকল্পনা আগাম জানাবে রক্ত পরীক্ষায়
কলকাতা টাইমস :
আপনার কী আত্মহত্যা করার কোনো পরিকল্পনা আছে? এমন প্রশ্ন যদি কখনো মুখোমুখি হলে কি উত্তর দেবেন? এভাবে হয়তো কখনো ভেবেও দেখননি যে, আপনি আত্মহত্যা করবেন কি করবেন না। তবে আপনি চাইলে জানতে পারবেন আপনার আত্মহত্যা করার প্রবণতা কতখানি!
জন হপকিন্স ইউনিভার্সিটির সাম্প্রতিক গবেষণার উদ্ধৃতি দিয়ে এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে। বিজ্ঞানীরা সম্প্রতি একটি রাসায়নিক আবিষ্কার করেছেন, যা মানুষের জিনে মানসিক চাপের প্রভাব বিশ্লেষণ করতে পারে। এ রাসায়নিকটিই আত্মহত্যার প্রবণতা নির্ণয় করতে পারবে বলে আশাবাদী বিজ্ঞানীরা।
মানসিক চাপের ফলে হরমোন মাত্রায় তারতম্য ঘটে, যা জিনের পরিবর্তন ঘটায় আর এর ফলেই অনেকে আত্মহত্যায় উৎসাহী হয়। কারণ চাপের ফলে নির্গত হরমোনগুলো জিনের ওপর প্রভাব ফেলে।
জন হপকিন্স ইউনিভার্সিটির স্কুল অফ মেডিসিনের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ও প্রধান গবেষক জ্যাচারি ক্যামিনস্কি বলেন, ‘এ পরীক্ষায় আমরা সম্ভবত আত্মহত্যার প্রবণতা নির্ণয় করতে পারব এবং তাদের সে মহাবিপদ থেকে বিরত করতে পারব।’
মস্তিষ্কের নমুনা পরীক্ষা করে বিজ্ঞানীরা দেখেছেন যারা আত্মহত্যা করেছেন, তাদের ঝকঅ২ নামক জিনের অস্বাভাবিকতা থাকে। তাই বিজ্ঞানীরা চেষ্টা করছেন, এ জিনটির কার্যক্রম অন্যভাবে পাল্টে দেওয়ার। তাহলে হয়তো কমানো যাবে এ প্রবণতা।
তবে এ অস্বাভাবিকতা রক্ত পরীক্ষার মাধ্যমেই জানা যাবে। আর এতেই সতর্ক করা সম্ভব হবে ঝুঁকিপূর্ণ ব্যক্তিকে।
গবেষণার বিস্তারিত প্রকাশিত হয়েছে দ্য আমেরিকান জার্নাল অফ সাইক্রিয়াট্রিতে।