November 26, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular সফর

এখানে ডিম ঘোচায় ধনী-গরিবের পার্থক্য !

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

স্পেনের ইবি শহরে কাঁচা ডিম ও ময়দা ছুড়ে এক বার্ষিক উৎসব উদযাপন করা হয়। উৎসবের নাম এলস আইনফারিনাইটস। প্রতিবছর ডিসেম্বরের ২৮ তারিখে এটি পালন করা হয়।

বার্ষিক এই উৎসবে একে অপরকে ডিম ও ময়দা ছুড়ে আনন্দ করেন অংশগ্রহণকারী। এছাড়াও তারা ঘোচাতে চান ধনী-গরীবের ব্যবধান। ডিম ও ময়দা ছুড়ে মারা শেষ হলে আতশ বাজির উৎসব শুরু হয়। আনন্দের মুহূর্তগুলো সবাই ভাগাভাগি করে নিতে প্রতিবছরেই এই উৎসবের আয়োজন করা হয়। উৎসবটিতে আরো মজার কিছু ঘটনা ঘটে। যেমন অনেকেই এদিন সেনাবাহিনীর পোশাক পরে একটি সাজানো সামরিক অভ্যুত্থান ঘটায়। সারাদিন তারা শহর পরিচালনার দায়িত্বে থাকেন। অংশগ্রহণকারীদের মধ্যে একটি দৌড় প্রতিযোগিতাও হয়। প্রতিযোগিতায় যে প্রথম হবে সে এইদিনটার জন্য শহরের মেয়র। গণতন্ত্র চর্চা করতেই এই উৎসবটি পালন করা হয়।

এটি প্রাচীন রোমান প্রথা। এটি এমন একটি প্রথা যেখানে দাস-প্রভুর কোনো ভেদাভেদ থাকে না। উৎসবটি অনেকটা এপ্রিল-ফুল উৎসবের মতোই।

Related Posts

Leave a Reply