‘বিষ’ মাখানো খাম ১২ বিশ্ববিদ্যালয়ে
কলকাতা টাইমস :
ভারত থেকে গ্রিসের ১২টি বিশ্ববিদ্যালয়ে ‘বিষ’ মাখানো খামে চিঠি পাঠানোর অভিযোগ উঠেছে। চিঠির ওপর ইংরেজিতে ইসলাম সম্পর্কিত বিষয়ের উল্লেখ ছিল বলে জানিয়েছেন গ্রিসের এক পুলিশ কর্মকর্তা।
ঘটনাটির সঙ্গে সন্ত্রাসবাদের কোনো সম্পর্ক রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। বৃহস্পতিবার তদন্তও শুরু করেছে গ্রিসের সন্ত্রাস দমন শাখা।গ্রিসের দ্যা জেনারেল সেক্রেটারিয়েট ফর সিভিল প্রোটেকশন বিভাগের বরাত দিয়ে কলকাতার আনন্দবাজার পত্রিকা বলছে, খামের ওপর যে পদার্থ মিলেছে, তা মূলত আঠা বা ছাপার কালি তৈরিতে ব্যবহার করা হয়। বুধবার থেকে চিঠিগুলি আসতে শুরু করে।
ওইদিন লেসবস দ্বীপের এজিয়ন বিশ্ববিদ্যালয়ে খামে লেগে থাকা একটি ‘গুঁড়ো পদার্থ’র সংস্পর্শে এসে অসুস্থ হয়ে পড়েন বিশ্ববিদ্যালয়ের কয়েক জন কর্মী। তাদের হাসপাতালে ভর্তি করতে হয়।
অন্যদিকে, ক্রিটের এক বিশ্ববিদ্যালয়ের রেক্টরের কাছে চিঠি এলে তিনি তা খুলে দেখেন, ভেতরে ইসলাম সংক্রান্ত কাগজ রয়েছে। তবে ইসলাম সম্পর্কিত কাগজের কথা বলা হলেও সেখানে কী লেখা ছিল বা কোনো ভাষায় লেখা ছিল তা উল্লেখ করা হয়নি প্রতিবেদনে।