November 25, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular

এখানে মৃতদেহকেও আইনত বিয়ে করা যায় !

[kodex_post_like_buttons]
নিউজ ডেস্কঃ
পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন রকমের আইন আছে। তাদের মধ্যে এমন কিছু আইন আছে যা সত্যিই অবাক হওয়ার মতো। জেনে অবাক হবেন, ১৯৫০ এর দশক থেকে ফ্রান্সেও এমন একটি আইন আছে।মৃতদেহকে বিয়ে করাকে নেক্রোগ্যামি বলা হয়, আর ফ্রান্সে এই বিয়ে আইনত বৈধ!
জানা যায়, একটি বাঁধ ভেঙে ৪০০ মানুষের মৃত্যুর পর এই প্রথার প্রচলন শুরু হয়। এই ৪০০ জনের মধ্যে একমহিলার বাগদত্তা স্বামীও ছিলেন। বিয়ের আগেই তার মৃত্যুতে কাতর সেই মহিলা ফ্রান্সের তৎকালীন প্রেসিডেন্ট চার্লস ডে গলের কাছে অনুরোধ করেন যাতে তাদের বিয়ে সম্পন্ন করতে দেওয়া হোক।
এই ঘটনার কয়েক মাস পরেই ফ্রান্সের পার্লামেন্ট মৃত্যু পরবর্তী বিয়ের বৈধতা প্রদান করেন। তবে শর্ত হচ্ছে তাদেরকে বাগদত্তা হতে হবে। মানে বিয়ে ঠিক হবার পরে যদি স্ত্রী বা স্বামীর কেউ মারা যায়, তবে এই বিয়ে সম্পন্ন করা যাবে। চীন ও সুদানেও এরকম প্রথা রয়েছে।

 

Related Posts

Leave a Reply