September 30, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

এবার গরুরাও পাবে মাথায় ছাদ পেটে ‘ভাতা’

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

মানুষের মত গরুদেরও এবার মাথায় ছাদ সঙ্গে পেট ভরার খাবার দুইয়ের ব্যবস্থা করবে সরকার। গরুদের জন্য ‘গো আশ্রম’ নির্মাণের পাশাপাশি ২৩ টাকা করে ভাতাও দেওয়া হবে। সম্প্রতি এমন ঘোষণা করেছে মধ্যপ্রদেশ রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী কমলনাথ।

আগামী ৬ মাসের মধ্যেই এসব আশ্রম নির্মাণ করা হবে। সেখানে প্রায় এক লাখ গরুর থাকার জায়গা হবে।

বার্তা সংস্থা এএনআইকে মুখ্যমন্ত্রী কমলনাথের বিশেষ সহযোগী ভুপেন্দ্র গুপ্ত বলেন, বেওয়ারিশ গরুদের আশ্রয় দিতে রাজ্য সরকার ৪৫০ কোটি রূপির প্রকল্প হাতে নিয়েছে। এছাড়া এসব প্রকল্প পরবর্তীতে ধীরে ধীরে আরও বাড়ানো হবে।

মধ্যপ্রদেশে নাকি প্রায় ছয় লাখের বেশি বেওয়ারিশ গরু রয়েছে। এসব গরুদের পর্যায়ক্রমে সরকারি আশ্রমের অধীনে নিয়ে আসা হবে বলে তিনি আরও জানান।

ভুপেন্দ্র আরও জানিয়েছেন, গরুদের খাওয়ার খরচ বাবদ প্রতিটি গরুকে ২৩ টাকা করে ভাতা বরাদ্দ করতে একটি প্রস্তাবও পেশ করা হয়েছে। সরকারি অর্থায়নে নির্মিতব্য এক হাজার আশ্রমের পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে ৬১৪টি আশ্রম নির্মাণের কাজ চলছে। এসব আশ্রমের ধারণক্ষমতা বাড়িয়ে ৬০ হাজার করা হবে এবং প্রথম দফায় এক লাখ ৬০ হাজার গরুর আশ্রয় হবে।

প্রসঙ্গত, ভারতে অনেক হিন্দুধর্মাবলম্বী গরুকে ‘দেবতা’ হিসেবে ভক্তি করে। অনেকেই গো-মূত্রকে সর্বরোগের ওষুধ হিসেবেও পান করে থাকে। গত কয়েক বছরে গো-হত্যার অভিযোগে কথিত গো-রক্ষকদের হাতে পুলিশসহ বেশ কিছু সংখ্যক মানুষের মৃত্যুর ঘটনা ঘটেছে।

Related Posts

Leave a Reply