অতিরিক্ত বিমান ভ্রমণে গায়ের রং কালো হয়!
কলকাতা টাইমস :
যাদের সবসময় বিমানে ভ্রমণ করতে হয় তাদের জন্য একটি দুঃসংবাদ দিয়েছে নিউজ ওয়েবসাইট ইন্ডিয়া টুডে। প্রতিবেদনে দাবি করা হয়েছে, সমতল থেকে যত বেশি উপরের দিকে যাওয়া যাবে, ততই বাড়বে আলোক রশ্মির তীব্রতা। আর এ কারণেই সূর্যের তেজরশ্মিতে শরীরের চামড়ার উপর ট্যান তৈরি করার সম্ভাবনাও বেড়ে যায়।
প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, সমতল থেকে ৩০ হাজার ফুট উচ্চতায় ইউভি (UV) রে যতটা ক্ষতিকারক হয়, সমতলে তেমনটা একেবারেই নয়। সমতলে ইউভি (UV) লেভেল যতটা হয়, ৩০ হাজার ফুটে হয় তার দ্বিগুণ। প্রত্যেক ৩ হাজার ফুট উচ্চতায় ১৫ শতাংশ করে বাড়তে থাকে ইউভি (UV) লেভেল, যা মানুষের চামড়ার জন্য ক্ষতিকর।