November 24, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular ব্যবসা ও প্রযুক্তি রোজনামচা

সুইপার পদে আবেদন ৪৬০০ ইঞ্জিনিয়ারের 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

তামিল নাড়ুতে সম্প্রতি সুইপার এবং স্যানিটারি কর্মী পদে যারা আবেদন করেছেন তাদের যোগ্যতা জানলে আপনি ভ্যাবাচেকা খেয়ে যাবেন। কয়েক হাজার উচ্চতর ডিগ্রিধারী আবেদন করেছেন। ইঞ্জিনিয়ার, স্নাতকোত্তর, এম. টেক, বি. টেক এবং এমবিএ অর্জন করেছেন এমন প্রায় চার হাজার ৬শ জন তামিল নাড়ুর সচিবালয়ের সুইপার এবং স্যানিটারি কর্মী পদের জন্য আবেদন করেছেন।

সুইপার পদে ১০ জন এবং স্যানিটারি কর্মী পদে চারজন নেওয়া হবে। অথচ এই ১৪টি পোস্টের জন্যই কয়েক হাজার ডিপ্লোমাধারীকে রীতিমত যুদ্ধ করতে হচ্ছে।

গত বছরের সেপ্টেম্বরের ২৬ তারিখে সচিবালয়ের তরফ থেকে এই দুই পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এবং আগ্রহীদের আবেদন করার জন্য আহ্বান করা হয়।

এসব পদে শারীরিকভাবে সুস্থতাকেই একমাত্র যোগ্যতা হিসেবে উল্লেখ করা হয়েছে। এক্ষেত্রে বয়সসীমা উল্লেখ করা হয়েছে ১৮ বছর। আবেদনপত্র জমা হওয়ার পর ৬৭৭টি আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে।

Related Posts

Leave a Reply