September 29, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular ব্যবসা ও প্রযুক্তি রোজনামচা

তরুণ যুবরাজের হাত ধরে দ্রুত বদলাচ্ছে সৌদি আরব, বিপুল বিনিয়োগ বিনোদন শিল্পে 

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

সৌদি আরবের সামাজিক ও অর্থনৈতিক সংস্কারের উদ্যোগ নিয়েছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এর অংশ হিসেবে আগামী দশকে দেশটির বিনোদন শিল্পে প্রায় সাড়ে ছয়শ কোটি ডলার বিনিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সৌদির জেনারেল এন্টারটেইন অথরিটির প্রধান আহমেদ বিন আকিব আল-খাতিব জানিয়েছেন, এই বিপুল পরিমাণ অর্থ সরকারি ও বেসরকারি উভয় খাত থেকেই আসবে। আল-খাতিব বলছেন, ২০২০ সালের মধ্যেই আপনারা দেখতে পাবেন সৌদি আরবে সত্যিকারের পরিবর্তন ঘটে গেছে। ‘সৌদি আরবের তরুণ যুবরাজ যে ভিশন-২০৩০ পরিকল্পনার কথা ঘোষণা করেছেন, তার আওতায় ইতোমধ্যে সৌদি আরবে সিনেমা হল চালু হয়েছে। আয়োজন করা হচ্ছে কনসার্টেরও।

রাজধানী রিয়াদে এর মধ্যে অস্ট্রেলিয়ার সিডনি শহরের ধাঁচে একটি অপেরা হাউস নির্মাণেরও কাজ শুরু হয়েছে। চলতি বছর সৌদি আরব জুড়ে পঞ্চাশটি শহরে পাঁচ হাজারেরও বেশি অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে বলে জানা গেছে। সম্প্রতি সৌদিতে যে জাতীয় দিবস উদযাপন করা হয়েছে, তাতেও এই প্রথমবারের মতো নারী-পুরুষ উভয়েই অংশ নিয়েছিলেন। রাজপথে ইলেকট্রনিক মিউজিকের তালে তালে সৌদির ছেলে-মেয়েরা সেদিন একসাথে নেচেছিলেন। এমন দৃশ্য সেখানে আগে কখনও দেখা যায়নি।

 

Related Posts

Leave a Reply