April 27, 2024     Select Language
Uncategorized

ফের উত্তপ্ত উড়ি সেক্টর, গ্রাম ছাড়ছেন বাসিন্দারা 

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

আবারও উত্তপ্ত হয়ে উঠেছে কাশ্মীরের ভারত-পাক সীমান্ত। শনিবার উরি সেক্টরের নিয়ন্ত্রণ রেখায় (লাইন অব কন্ট্রোল) দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে কামানের গোলা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ব্যাপারে সংবাদ সংস্থা রয়টার্স জানাচ্ছে, সর্বশেষ গোলাগুলির ঘটনা কী কারণে ঘটেছে তা জানা যায়নি। তবে চলতি মাসে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের একটি সেনাক্যাম্পে হামলার ঘটনায় দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছয়। ওই হামলায় ছয় সেনা জওয়ান নিহত হয়।

এই প্রসঙ্গে ভারতীয় পুলিশের পরিদর্শক ইমতিয়াজ হোসেন জানান, পাকিস্তান সেনারা উরি এলাকায় কামানের গোলা নিক্ষেপ করেছে। এতে কয়েক শ গ্রামবাসী তাদের বাড়ি-ঘর ছেড়ে পালিয়েছে। অন্য এক অফিসার জানান, ভারতীয় সেনারাও পাল্টা গোলা নিক্ষেপ করেছে। এ ঘটনায় পাকিস্তানকে দায়ী করছে ভারত এবং ইসলামাবাদকে এর যথাযথ মূল্য দিতে হবে বলেও হুঁশিয়ারি করেছে নয়াদিল্লি। তবে পাকিস্তানের পক্ষ থেকে তাৎক্ষণিক মন্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স।

 

Related Posts

Leave a Reply