March 1, 2025     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular

জানেন বিশ্বের সবথেকে বেশি কথা বলা ১০টি ভাষার মধ্যে বাংলা কোথায় ?

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস : 

জানেন বিশ্বের সবথেকে বেশি কথা বলা ১০টি ভাষার মধ্যে বাংলা কোথায় ?ভাষার ব্যবহার নিয়ে দুটি তালিকা করা যায়। একটি হচ্ছে, যে ভাষাগুলো সবচেয়ে বেশি মানুষের মাতৃভাষা। অন্যটি হচ্ছে, সবচেয়ে বেশি মানুষ যেসব ভাষায় কথা বলে। বলতে পারবেন এই তালিকায় বাংলার স্থান কোথায়।

আসুন আজ জেনে নিই তালিকা প্রথমটি সম্পর্কে।

১. চাইনিজ: যুক্তরাষ্ট্রভিত্তিক এসআইএল ইন্টারন্যাশনালের প্রকাশনা ‘এথনোলোগ’-এ ভাষা সংক্রান্ত পরিসংখ্যান প্রকাশ করা হয়। তাদের হিসেবে, প্রায় ১ দশমিক ৩ বিলিয়ন, অর্থাৎ ১৩০ কোটি মানুষের মাতৃভাষা চাইনিজ।

২. স্প্যানিশ: স্পেন ছাড়াও দক্ষিণ ও মধ্য অ্যামেরিকা, এমনকি যুক্তরাষ্ট্রের একটি অংশের মানুষেরও মাতৃভাষা এটি। প্রায় ৪৪২ মিলিয়ন মানুষের মাতৃভাষা স্প্যানিশ।

৩. ইংরেজি: হ্যাঁ, মাতৃভাষার হিসেব করলে চাইনিজ আর স্প্যানিশের পরেই আসবে ইংরেজির নাম। কারণ, ৩৭৮ মিলিয়ন মানুষের মাতৃভাষা এটি। তবে বিশ্বের সবচেয়ে বেশি মানুষ যে ভাষায় কথা বলে সেটি হচ্ছে ইংরেজি।

৪. আরবি: মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বিভিন্ন দেশের প্রায় ৩১৫ মিলিয়ন মানুষের মাতৃভাষা আরবি।

৫. হিন্দি: আরবির পরেই আছে হিন্দি। এথনোলোগ বলছে, ২৬০ মিলিয়ন মানুষের মাতৃভাষা হিন্দি। তবে সবচেয়ে বেশি মানুষের বলা ভাষার তালিকায় এটি তিন নম্বরে চলে আসবে।

৬. বাংলা: বাংলাদেশ আর পশ্চিমবঙ্গ মিলিয়ে প্রায় ২৪৩ মিলিয়ন মানুষের প্রথম ভাষা বাংলা। হিন্দির চেয়ে মাত্র ১৭ মিলিয়ন কম। অবশ্য সবচেয়ে বেশি মানুষের বলা ভাষার তালিকায় বাংলা আট নম্বরে চলে যায়। কারণ, তখন রুশ আর ফরাসি ভাষা বাংলার উপরে চলে যায়।

৭. পর্তুগিজ : একসময় বিশ্বের বিভিন্ন স্থানে ঔপনিবেশ প্রতিষ্ঠা করায় এই ভাষাটির প্রসার হয়েছে। ফলে ব্রাজিল, অ্যাঙ্গোলা, মোজাম্বিকের মতো দেশের মানুষেরও মাতৃভাষা পর্তুগিজ। সংখ্যার হিসেবে প্রায় ২২৩ মিলিয়ন।

৮. রুশ: জাতিসংঘের ছয়টি ভাষার মধ্যে একটি হলেও এই তালিকায় রুশ ভাষার অবস্থান আট নম্বরে। কারণ, ১৫৪ মিলিয়ন মানুষের মাতৃভাষা এটি।

৯. জাপানি: জাপানি ভাষায় কথা বলার মানুষের সংখ্যা ১২৮ মিলিয়ন। ফলে এটি রয়েছে তালিকার নবম স্থানে।

১০. পাঞ্জাবি/লন্ডা: তালিকায় এই নামটি দেখে অবাক হওয়ার কিছু নেই। কারণ, ভারত ও পাকিস্তান মিলিয়ে ১১৯ মিলিয়ন মানুষের মাতৃভাষা এটি।

Related Posts

Leave a Reply