পাকিস্তান ম্যাচ: ‘দেশের সার্থে সিদ্ধান্ত নিক সরকার’ -কপিল দেব
কলকাতা টাইমসঃ
পুলওয়ামায় সিআরপিএফ সেনা-জওয়ানদের ওপর জঙ্গি হামলার পরই আসন্ন ক্রিকেট বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। গ্রুপ পর্বের ওই ম্যাচে ভারতের পাকিস্তানের বিরুদ্ধে খেলা উচিত, নাকি উচিত নয়? এই নিয়ে দ্বিধাবিভক্ত প্রাক্তন ক্রিকেটার থেকে শুরু করে ভারতের প্রাক্তন অধিনায়করাও।
এমন পরিস্থিতে এই বিষয় নিয়ে মুখ খুললেন বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব। ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী অধিনায়কের বক্তব্য, ‘বিশ্বকাপে ভারত, পাকিস্তানের বিরুদ্ধে খেলবে কি খেলবে না, সেই নিয়ে আমাদের কোনো মতামত জানানোর প্রয়োজন নেই। সরকার যেটা সিদ্ধান্ত নেবে সেটা দেশের স্বার্থে। তাই এই ব্যাপারে সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত বলে মেনে নেওয়াটা দেশ ও দেশবাসীর পক্ষে ভাল। সরকারই শেষ কথা বলবে। তাই সরকারের উপর সিদ্ধান্ত ছাড়া হোক।’
এদিকে, ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে আবার দুই মেরুতে শচীন তেন্ডুলকার এবং সৌরভ গাঙ্গুলি। পাকিস্তানের সঙ্গে ক্রিকেট খেলা নিয়ে সৌরভ গাঙ্গুলির যা ভাবনা, তার সঙ্গে একমত নন শচীন তেন্ডুলকার। শচীনের যুক্তি, ‘বিশ্বকাপে পাকিস্তানকে প্রতিবারই হারিয়েছে ভারত। আরও একবার ওদের হারানোর সুযোগ আমাদের সামনে। তাই বিনা লড়াইয়ে পাকিস্তানকে দু’পয়েন্ট দিয়ে ওদের সাহায্য করতে ঘৃণাই হবে।’ তবে একান্তই যদি ভারত খেলতে না চায়, তাহলে তিনি যে দেশের পাশেই থাকবেন সে কথা জানাতে ভুল করেননি শচীন। মাস্টার ব্লাস্টার বলেছেন, ‘আমার কাছে ভারত সবার আগে। তাই দেশ যা সিদ্ধান্ত নেবে, সেটাই মানব। হৃদয় থেকে সমর্থন করব।’