November 23, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

পাকিস্তান আর্মির হাতে ধরা পরেও দৃঢ় চেতা ভারতীয় উইং কমান্ডার অভিনন্দন ভর্দমান

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

পাকিস্তান সেনাবাহিনীর হাতে আটক ভারতীয় এক পাইলটের ভিডিও প্রকাশ করেছে পাকিস্তান। পরে অবশ্য তা মুছে দেওয়া হয়েছে, কিন্তু এরই মধ্যে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায় চোখবাঁধা এবং মুখে রক্তমাখা অবস্থায় ভারতীয় ওই পাইলট নিজেকে উইং কমান্ডার অভিনন্দন হিসেবে পরিচয় দেন।

ভারতীয় পাইলট বলেন, ‘আমার নাম উইং কমান্ডার অভিনন্দন। আমার সার্ভিস নম্বর ২৭৯৮১। আমি একজন ফ্লাইং পাইলট। আমার ধর্ম হচ্ছে হিন্দু।’ তারপর তাকে প্রশ্ন করা হয়, ‘আর কোনো তথ্য?’ আটক পাইলট বলেন, ‘দুঃখিত আমার এতটুকুই বলা উচিত।’ উত্তরে বলা হয়, ‘ঠিক আছে।’ আটক পাইলট আবার বলেন, ‘আমি কি একটা তথ্য পেতে পারি? আমি কি পাকিস্তানি আর্মির কাছে আছি?’

পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় টুইট বার্তায় জানিয়েছে, ওই পাইলট ভূপাতিত ভারতীয় দুটি বিমানের একটিতে ছিলেন। এর আগে পাকিস্তান দাবি করে, তারা দুটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে। পাকিস্তানের মেজর জেনারেল আসিফ গফুর এক টুইট বার্তায় জানান, একজন ভারতীয় পাইলট ধরা পড়েছে তাদের বাহিনীর কাছে।

বুধবার প্রেস ব্রিফিংয়ে পাকিস্তানের মেজর জেনারেল আসিফ গফুর বলেন, ‘মঙ্গলবার আমাদের ভূখণ্ডে ভারতীয় হামলার পরিবর্তে এমন জবাব দেওয়া ছাড়া কোনো উপায় ছিল না। আমরা ভারতীয় বাহিনীর ওপর হামলা করছি না, কারণ আমরা যুদ্ধের পথে যেতে চাই না।’ প্রসঙ্গত, বুধবারই ইমরান খান পরমাণু অস্ত্র নিয়ে বৈঠকে বসেন বলে জানা যায়। ন্যাশনাল কমান্ড অথরিটির বৈঠক ডাকা হয়েছে ইসলামাবাদে। যেখানে পরমাণু অস্ত্র সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা চলে বলে সূত্রের খবর।

 

Related Posts

Leave a Reply