জঙ্গি নিকেশের জন্য পাওয়া ক্ষেপণাস্ত্র নিয়ে ভারতের ওপর হামলা চালায় পাকিস্তান !
কলকাতা টাইমসঃ
পুলওয়ামায় জঙ্গি হামলার পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরম আকার নিয়েছে। জঙ্গি হামলার প্রতিশোধ নিতে ভারত নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে পাকিস্তান অধিকৃত ভূ-খণ্ডে আক্রমণ চালায়। এই সময় ভারতীয় বিমান বাহিনীর এক পাইলটকে পাকিস্তান আটক করে। এরপর দু’দেশের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দেয়।
এবার পাকিস্তানের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ আনলো ভারত। বৃহস্পতিবার সন্ধ্যায় নয়াদিল্লিতে যৌথ সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ করা হয়। ভারতের দাবি মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) ও বুধবার দুই দেশের হামলা পাল্টা হামলার সময় এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। রাজধানী নয়াদিল্লিতে সেনা, নৌ ও বিমানবাহিনী এই ব্রিফিংয়ের আয়োজন করে। এতে ভারতের এয়ার ভাইস মার্শাল আরজি কে কাপুর পাকিস্তানের বিরুদ্ধে বিভিন্ন তথ্য তুলে ধরে।
মিস্টার কাপুর জানান, পাকিস্তান ভারতের ভূখণ্ডে অ্যাডভান্সড মিডিয়াম-রেঞ্জ এয়ার-টু-এয়ার মিসাইল ব্যবহার করেছে। তিনি অ্যাডভান্সড মিডিয়াম-রেঞ্জ এয়ার-টু-এয়ার মিসাইলের কিছু ধ্বংসাবশেষও দেখান। সাংবাদিক সম্মেলনে একটি এঅ-১৬ যুদ্ধবিমানের ধ্বংসাবশেষও দেখানো হয়। পাকিস্তানের ওই বিমানটি ভারত সীমান্তে প্রবেশ করলে সেটি ভূপাতিত করা হয়। বিমানের ভাঙা অংশ ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের রাজোরিতে পড়েছিল।
এদিকে ভারত অভিযোগ করেছে, যে ক্ষেপণাস্ত্রের প্রমাণ তারা হাজির করে তা মূলত অ্যাডভান্সড মিডিয়াম-রেঞ্জ এয়ার-টু-এয়ার মিসাইল বা অ্যামর্যাম নামে পরিচিত। এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ভারতের মিগ-২১ যুদ্ধজাহাজটিকে ভূপাতিত করেছে তারা। এই ক্ষেপণাস্ত্রগুলো শুধু জঙ্গিদের বিরুদ্ধে ব্যবহার করা হবে এমন শর্তে তা আমেরিকার কাছ থেকে পেয়েছিল পাকিস্তান।