November 22, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

লাদেন পুত্রকে ধরতে মরিয়া আমেরিকা, ১০ লাখ ডলার পুরস্কার ঘোষণা 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

ল-কায়দার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনের ছেলে হামজা বিন লাদেনকে ধরতে পুরস্কার ঘোষণা করলো আমেরিকা। হামজা সম্পর্কে তথ্য দিলে ১০ লাখ মার্কিন ডলার পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করে মার্কিন যুক্তরাষ্ট্র।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে বৃহস্পতিবার এক বিবৃতিতে হামজা বিন লাদেনকে ধরতে এই  পুরস্কারের কথা ঘোষণা করা হয়। এর আগে হামজা বিন লাদেনকে সন্ত্রাসীদের কালো তালিকাভুক্ত করেছে আমেরিকা। ধারণা করা হচ্ছে, এখন তার বয়স ৩০ বছর।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রক জানাচ্ছে, হামজা বিন লাদেন এখন ওই জঙ্গি সংগঠনের প্রধান নেতা। মার্কিন যুক্তরাষ্ট্রের কূটনৈতিক নিরাপত্তা বিভাগের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাইকেল টি ইভানোফ ঘোষণা করেন, কেউ যদি হামজাকে গ্রেফতার করার জন্য তথ্য দিয়ে আমেরিকাকে সাহায্য করে, তবে তাকে ১০ লাখ ডলার পুরস্কার দেওয়া হবে।

ইভানোফ আরও বলেন, আজকের ঘোষণা সব ধরনের সন্ত্রাসবাদকে প্রতিহত করার জন্য। কয়েক বছর ধরে হামজা তার বাবার হত্যার প্রতিশোধ নিতে আমেরিকা ও তার মিত্র দেশগুলোতে হামলা করার জন্য আহ্বান জানিয়ে অডিও ও ভিডিও বার্তা প্রকাশ করে আসছে। এদিকে হামজা দীর্ঘদিন তার মায়ের সঙ্গে ইরানে বসবাস করেছেন বলে মনে করা হয়। এমনকি তার বিয়ের অনুষ্ঠানও ইরানেই হয়েছে বলে বিশ্বাস মার্কিন কর্তাদের।

অন্য আরো কয়েকটি রিপোর্টে হামজা পাকিস্তান, আফগানিস্তান বা সিরিয়ায় বসবাস করছেন বলেও ধারণা প্রকাশ করা হয়েছে। ২০১১ সালে পাকিস্তানের অ্যাবোটাবাদে গোপন আস্তানায় মার্কিন নৌবাহিনীর এক কমান্ডো অভিযানে নিহত হন ওসামা বিন লাদেন। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর টুইন টাওয়ারে হামলার দায় স্বীকার করেছিল আল-কায়েদা।

Related Posts

Leave a Reply