November 22, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

অভিনন্দন বর্তমানকে দেখতে হাসপাতালে প্রতিরক্ষামন্ত্রী !

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

ইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে দেখতে হাসপাতালে গেলেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমণ। শনিবার দুপুরের দিকে দিল্লিতে ‘এয়ার ফোর্স সেন্ট্রাল মেডিকেল এস্টাব্লিশমেন্ট’ (এএফসিএমই)-এ গিয়ে অভিনন্দনের সাথে বেশ কিছুক্ষণ কথা বলেন নির্মলা।

এদিন, সেনার পোশাকেই প্রতিরক্ষামন্ত্রীর সাথে কথা বলেন অভি নন্দন। প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে হাসপাতালে উপস্থিত ছিলেন বিমানবাহিনীর কয়েকজন শীর্ষ কর্তাও। অভিনন্দনের শারীরিক অবস্থা ও তার চিকিৎসার খোঁজ খবর নেন প্রতিরক্ষামন্ত্রী।

পাশাপাশি গত ২৭ ফেব্রুয়ারী বুধবার সকাল থেকে প্রায় ৬০ ঘন্টা ধরে পাকিস্তান সেনাবাহিনীর হেফাজতে থাকার বিষয়টি নিয়ে প্রতিরক্ষামন্ত্রী অভিনন্দনের সঙ্গে কথা বলেন বলে জানা গেছে। প্রতিরক্ষামন্ত্রী উইং কমান্ডারের প্রশংসা করে বলেন গোটা দেশ তার বীরত্ব ও দৃঢ়তার ওপর গর্বিত। প্রতিরক্ষামন্ত্রীর সাথে কথা বলার সময় অভিনন্দনকেও বেশ শান্ত ও প্রাণোচ্ছ্বল লাগছিল। অভিনন্দনের পাশাপাশি তার স্ত্রী, সন্তান, হাসপাতালের চিকিৎসক ও অন্য কর্মীদের সঙ্গেও কথা হয় প্রতিরক্ষামন্ত্রীর।

গত তিন দিন ধরে পাকিস্তানের হেফাজতে থাকার পর গতকাল শুক্রবার ভারতীয় সময় রাত ৯.২৫ মিনিট নাগাদ আট্টারি-ওয়াঘা সীমান্ত দিয়ে ভারতের মাটিতে পা রাখেন অভি নন্দন। এরপরই সেখান থেকে সড়কপথে অমৃতসর বিমানবন্দর হয়ে রাত ১১.৪৫ মিনিট নাগাদ বিমান বাহিনীর বিশেষ বিমানে দিল্লির পালাম বিমানবন্দরে নিয়ে আসা হয় তাঁকে। এরপর সেখান থেকে (এএফসিএমই) হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে এবং সেখানেই এমআরআই, সিটি স্ক্যান সহ বেশ কয়েকটি শারীরিক পরীক্ষা করা হয় বলে জানা গেছে।

শনিবার সকালের দিকে বিমান বাহিনীর প্রধান বি.এস.ধানোয়া হাসপাতালে গিয়ে অভিনন্দনের সাথে কথা বলেন। সেখানে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে প্রবেশ এরপর সেদেশের সেনাবাহিনীর হাতে আটকসহ বিস্তারিত বিষয়টি জানান অভিনন্দন।

Related Posts

Leave a Reply