শাড়ি’ ও নবজাতকের পর এবার ‘অভিনন্দন গোঁফ’এ তা
কলকাতা টাইমস :
পাকিস্তানে দুই দিন আটক থাকার গত শুক্রবার দেশে ফেরা পাইলট অভিনন্দন বর্তমানকে নিয়ে মাতোয়ারা পুরো ভারত। আর এর শুরুটা করেন খোদ দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি অভিধানে অভিনন্দন নামের অর্থ বদলে ফেলার কথা বলেন। তারপর অভিনন্দনের নামে নবজাতকের নাম রাখার সাথে বাজারে ‘অভিনন্দন শাড়ি’ও আসে। এবার তার গোফ নিয়ে মেতেছে ভারত ।
বিমান ভূপাতিত করে গত ২৭ ফেব্রুয়ারি ভারতীয় পাইলট উইং কামান্ডার অভিনন্দন বর্তমানকে আটক করে পাকিস্তান। তার আগের দিন অবশ্য ভারত পাকিস্তানে ঢুকে বিমান হামলা চালায়। কাশ্মীরের পুলওয়ামায় ১৪ ফেব্রুয়ারি ভারতের আধাসামরিক বাহিনীর গাড়িবহরে জঙ্গি সংগঠন জইশ-ই-মোহাম্মদ আত্মঘাতী হামলা চালালে দেশটির অন্তত ৪০ জন সেনা নিহত হন।
শোনা যাচ্ছে, তাকে নিয়ে চলচ্চিত্র বানানোর জন্য নাকি রীতিমতো দ্বন্দ্ব লেগে গেছে পরিচালকদের। টুইটার,ফেসবুক কিংবা হোয়াটসঅ্যাপে অভিনন্দনের গোঁফের আদলে বানানো নানা গ্রাফিক্স যেমন ছড়িয়েছে, তেমনি এখন অনেকেই তার স্টাইলে গোঁফও রাখতে চাইছেন।
দেশটির ফ্যাশন আর ট্রেন্ড বিশেষজ্ঞরা বলছেন, ‘অভিনন্দন হিরো হয়ে ওঠার পর থেকেই তার মতো করে গোঁফ রাখতে সেলুনগুলোতে ভিড় বাড়তে থাকে। তার মতো করে গোঁফ রাখতে চাইছেন উঠতি বয়সের তরুণসহ বয়োজ্যেষ্ঠ অনেকেই। অভিনন্দনের মতো করে গোঁফ রাখাটা যে স্টাইল হয়ে দাঁড়াবে তা আর বলার অপেক্ষা রাখে না।’